নারায়ণগঞ্জশনিবার , ২০ অক্টোবর ২০১৮
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

৩০০ আসনে প্রার্থী দিবে জাতীয় পার্টি : এরশাদ

alokitonarayanganj
অক্টোবর ২০, ২০১৮ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়নগঞ্জ ২৪ ডট নেট : আসছে সংসদ নির্বাচনে ৩০০ আসনেই জাতীয় পার্টির (জাপা) প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাপা জোটের মহাসমাবেশে তিনি এ ঘোষণা দেন।

এরশাদ বলেন, ‘আমরা ৩০০ আসনে নির্বাচন করতে চাই। ৩০০ আসনেই আমরা প্রার্থী দেব। এ মাসের মধ্যেই পার্লামেন্টারি বোর্ড গঠন করা হবে। তৃণমূলের সমর্থনে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে।’

তিনি বলেন, ‘আমরা সবসময় নির্বাচন করেছি। আজও আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। তবে আমরা সুষ্ঠু নির্বাচন চাই, অবাধ নির্বাচন চাই। আমরা যারা সংসদে আছি সকলের সমন্বয়ে নির্বাচনকালীর সরকার গঠন করতে হবে। নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে।’

জোটের বিভিন্ন দাবি পেশ করে এরশাদ বলেন, ‘আমরা নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে চাই। বিচার বিভাগের স্বাধীনতা চাই। শিক্ষা পদ্ধতির সংস্কার চাই। স্বাস্থ্যসেবার সম্প্রসারণ চাই। শান্তির রাজনীতি চাই। সড়কে নিরাপত্তা চাই।’ জাতীয় পার্টি ক্ষমতায় গেলে জনগণের উন্নয়নের জন্য যা যা করা দরকার তার সবই করবে বলেও এসময় প্রতিশ্রুতি দেন জাপা চেয়ারম্যান।

এর আগে সকাল সাড়ে ১০টার পর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টি (জাপা) নেতৃত্বাধীন জোটের সমাবেশ শুরু হয়। সকাল সাড়ে ১১টার দিকে সমাবেশস্থলে পৌঁছান জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, দলটির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ ও জিএম কাদের।

অন্যদের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়া উদ্দিন বাবলু, মুজিবুল হক চুন্নু, খেলাফত মজলিশের নায়েবে আমীর জোবায়ের আহমদ আনসারী প্রমুখ সমাবেশমঞ্চে উপস্থিত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!