নারায়ণগঞ্জশনিবার , ২৭ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

আসছে ‘গুলশান এভিনিউ ২’

Alokito Narayanganj24
নভেম্বর ২৭, ২০২১ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেক্সঃ আট বছর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে প্রচার হয়েছিল মেগা ধারাবাহিক ‘গুলশান এভিনিউ’। এবার নির্মাণ হচ্ছে ‘গুলশান এভিনিউ-সিজন টু’। সিরিয়ালটির দ্বিতীয় সিজন শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর থেকে, বাংলাভিশনে। বুধ থেকে রোববার রাত ৮টা ২০ মিনিটে বাংলাভিশনের পর্দায় এই ধারাবাহিক প্রচার হবে। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, তানভীন সুইটি, ফারজানা চুমকি, দীপা খন্দকার, শতাব্দী ওয়াদুদ, শিবা শানু প্রমুখ।

গুলশানের একটি বিত্তশালী পরিবারের সদস্যদের জীবনের গল্প নিয়ে এগিয়েছিল সিরিয়ালের কাহিনি। এবারের গল্পও তা-ই। গল্পের প্রয়োজনে জাঁকজমকপূর্ণ সেট, দামি পোশাক, গয়না, বিলাসী জীবনের নানা উপকরণ আর আয়োজন ধারাবাহিকটিকে জীবন্ত করে তুলবে বলে বিশ্বাস পরিচালক নিমা রহমানের। তিনি জানান, বাস্তব জীবনের প্রতিফলন দেখা যাবে এই ধারাবাহিকে। পারিবারিক টানাপোড়েন, ষড়যন্ত্র, নানা চমক এর অন্যতম বৈশিষ্ট্য। ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করছেন নিমা রহমান। নির্বাহী প্রযোজক তারিক আনাম খান। পরিচালক নিমা রহমান বলেন, ‘পুরোনোদের মধ্যে হাতে গোনা কয়েকজন। এ ছাড়া প্রায় সবই নতুন। নতুন সেট। নতুন অভিনয়শিল্পী।’

এ নাটকের মাধ্যমে লম্বা বিরতির পর পরিচালনায় এলেন অভিনেত্রী নিমা রহমান। দীর্ঘদিন ধরে এই সিরিয়ালের গল্প লিখেছেন। এবারও লম্বা সময় দর্শকদের বিনোদন দিতে পারবেন বলে আশাবাদী তিনি। তবে হিন্দি সিরিয়ালের দৌরাত্ম্যে ‘গুলশান এভিনিউ-সিজন টু’ দর্শক কেন দেখবেন? এমন প্রশ্নে নিমা রহমান বলেন, ‘প্রথমত এর গল্প। উচ্চবিত্তের গল্প হলেও এটা বাংলাদেশের সমাজেরই গল্প। তবে গল্পের চমকের প্রতিই আমাদের বেশি নজর। আশা করছি কেউ দেখা শুরু করলে নিয়ম করে দেখবেন।’

গুলশান এভিনিউ ২’-তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন ফারজানা চুমকি। তিনি বলেন, ‘নাটকের গল্পে তো নতুনত্ব আছেই, প্রতিটি চরিত্রই যথেষ্ট গুরুত্বপূর্ণ। নিমা আপা বেশ ধৈর্য নিয়ে নাটকটি নির্মাণ করছেন, তারিক আনাম ভাইও সহযোগিতা করছেন। শিল্পী হিসেবে নাটকটিতে কাজ করে আমি সন্তুষ্ট।’

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!