নারায়ণগঞ্জবৃহস্পতিবার , ২৫ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

জনগণের কল্যাণে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

Alokito Narayanganj24
আগস্ট ২৫, ২০২২ ১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জঃ জনগণের কল্যাণে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে এলাকাবাসীর উদ্দেশ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‌‘ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে যারা এলাকার উন্নয়নে কাজ করবেন তাদেরই জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।’

বুধবার রাতে কিশোরগঞ্জের ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।রাষ্ট্রপতি শিক্ষা প্রতিষ্ঠানে গুণগত শিক্ষা নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি হাওর এলাকার উন্নয়নে তার নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।

 

এ সময় কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতিপুত্র প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পু‌লিশ সুপার মোহাম্মদ রা‌সেল শেখ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ চৌধুরী কামরুল হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে মিঠামইনের কামালপুরে নির্মাণাধীন রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন ও মিঠামইন সেনানিবাস পরিদর্শন করেন রাষ্ট্রপতি। পরে বিকাল সাড়ে ৫টার দিকে ইটনা উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনিক ভবন ও হলরুম এবং রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজে সদ্য নির্মিত  রাশিদা হামিদ ছাত্রীনিবাস ও বন্যা আশ্রয়ণ কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।

চার দিনের সফর শেষে রাষ্ট্রপতি আজ বৃহস্পতিবার বিকালে ঢাকায় ফিরবেন।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!