নারায়ণগঞ্জশনিবার , ১৮ এপ্রিল ২০২০
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

নোয়াখালীতে নারায়ণগঞ্জ ফেরত যুবকের করোনা শনাক্ত

Alokito Narayanganj24
এপ্রিল ১৮, ২০২০ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ: নোয়াখালীর কবিরহাট উপজেলার নারায়ণগঞ্জ ফেরত এক যুবকের করোনা শনাক্ত করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।

ওই যুবক উপজেলার বাটইয়া ইউনিয়নের বাসিন্দা এবং সে নারায়ণগঞ্জে একটি কারখানায় চাকরি করত। ওই যুবক গত এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়িতে আসে।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস জানান, গত মঙ্গলবার সর্দি, জ্বর নিয়ে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন (২০) বছর বয়সী ওই যুবক।

করোনার উপসর্গ কারণে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বাংলাদেশ ইনস্ট্রিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড অ্যানফেকসাস ডিজিস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হয়।

শুক্রবার রাতে রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। রোগীর পরিবারের সদস্যরা বর্তমানে হোম কোয়ারেন্টিনে। শনিবার সকালে রোগীর বাড়ি লকডাউন করার ঘোষণা করে ওই যুবককে ২০ শয্যাবিশিষ্ট চরআলগী হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নেওয়া হবে এবং তার পরিবারের সকল সদস্যের নমুনা সংগ্রহ করা হবে।

এদিকে কবিরহাট উপজেলায় করোনা রোগীর খবর ছড়িয়ে পড়ায় সর্বত্র সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।

উল্লেখ্য, এটি উপজেলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। এ নিয়ে নোয়াখালীতে ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেল।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!