নারায়ণগঞ্জশুক্রবার , ২১ জুন ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

ফতুল্লায় থেমে নেই সোর্স পান্নার অপকর্ম, নিরব প্রশাসন

alokitonarayanganj
জুন ২১, ২০১৯ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ : মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফতুল্লা মডেল থানা পুলিশের সোর্স পরিচয় বহন করে নানা অপরাধের জন্ম দিচ্ছে ফতুল্লা রেলস্টেশন এলাকার পান্না ওরফে সোর্স পান্না। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে তিন যুবককে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নিয়েছে নগদ টাকা ও মোবাইল ফোন। এসময় মামলা না করার শর্তে সাদা কাগজে স্বাক্ষর রেখে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার বিবরনীতে জানা যায়, শুক্রবার সকাল দশটায় সোর্স পান্না সহ ৭/৮ জনের একটি দল ফতুল্লা রেলস্টেশন এলাকায় সাইফুল ইসলামের পুত্র তুষার, একই এলাকার শহিদ মিয়ার পুত্র রাফি ও ইলেক্ট্রিক মিস্ত্রি সুমনকে আটকিয়ে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখায় এবং মারধর করে তাদের নিকট থেকে নগদ এগারো হাজার টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়। এ সময় যুবকদের নিকট থেকে পৃথক পৃথক তিনটি সাদা কাগজে স্বাক্ষর রাখা হয়েছে বলে যুবকরা জানায়।

স্থানীয়দের অভিযোগ, পান্না নিজেকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফতুল্লা মডেল থানা পুলিশের সোর্স পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ফতুল্লার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে নানা ভাবে হয়রানীসহ ছিনতাই, চাঁদাবাজী করে আসছে। পান্নার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক অভিযোগ হলেও থানা পুলিশ রহস্যজনক কারণে কোন ব্যবস্থা নিচ্ছে না। এর ফলে ভুক্তভোগীরা হয়রানীর ভয়ে সোর্স পান্নার বিরুদ্ধে থানায় অভিযোগ করতেও ভয় পাচ্ছে।

এব্যাপারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মোশাররফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পান্না তাদের সোর্স না।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!