নারায়ণগঞ্জরবিবার , ১৯ মে ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

মুসলিমের চরিত্রে থাকবে আল্লাহতায়ালার ভয়

alokitonarayanganj
মে ১৯, ২০১৯ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্নি আলম মনি : আজ ২০ (সোমবার) মাহে রমজানের ১৪ রোজা এবং মাগফিরাতের চতুর্থ দিবস। আজ সেহরীর শেষ সময় ৩টা ৪০ মিনিট পর্যন্ত এবং ইফতারের সময় ৬টা ৪৪মিনিটে। আজ আমরা আলোচনা করবো একজন মুসলিমের চরিত্র সম্পর্কে ।

একজন মুসলিমের চরিত্রে থাকবে আল্লাহ তায়ালার ভয়। সবকিছুর মালিক আল্লাহ পাক এ ধারনা নিয়ে পৃথিবীতে বাস করবে। সারা পৃথিবীতে মানুষের দখলে যা কিছু আছে,সবই আল্লাহপাকের দান। কোনো জিনিসের এমনকি আমার নিজের দেহের মালিকও আমি নিজে নই। আমাদের যা কিছু আছে সব কিছুই আল্লাহ তায়ালার আমানত। এ আমানত থৈকে খরচ করারর যে স্বাধীনতা আমাকে দেওয়া হয়েছে, আল্লাহর ইচ্ছানুযায়ী তা খরচ করাই হলো আমার কর্তব্য। একদিন আল্লাহপাক আমার কাছে এর হিসেব নিকাশ চাইবে। কিয়ামতের দিন আমাকে প্রত্যেকটা জিনিসের হিসেব দিতে হবে। এ ধারনা নিয়ে যে ব্যক্তি বেঁচে থাকে, তার চরিত্র সুন্দর। মন্দ চিন্তা থেকে সে তার মনকে দূরে রাখে। অসৎ আলোচনা শুনা থেকে কানকে দূরে রাখবে। কারও প্রতি কু-দৃষ্টি দেয়া থেকে চোখকে হেফাজতে রাখবে। মিথ্যা বলা থেকে জিব্বাকে হেফাজতে রাখবে। হারাম হালাল বেঁচে চলবে। কারও প্রতি সে জুলুম করবেনা। মিথ্যার সামনে মাথা নত করবেননা তার চরিত্রে থাকবে সততা ও মহত্বের সমাবেশ। যার অন্তরে আল্লাহর ছাড়া কারো ভয় স্থান পায় না, আল্লাহ ছাড়া কারও পুরস্কার আশা করেনা। তার চেয়ে বড় ইমানদার আর কে? এমন চরিত্রের মানুষগুলোই হলো খাঁটি মুসলিম এবং চরিত্রবান মুমিন।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!