নারায়ণগঞ্জমঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২০
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

আমি কোনো কিছুর ভয় না পেয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছি: মেয়র আইভী

Alokito Narayanganj24
সেপ্টেম্বর ১৫, ২০২০ ১২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, তরুণ প্রজন্মকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের দেশপ্রেমিক এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের শুধু স্বাধীনতা দেননি; তিনি আমাদের জন্য রেখে গেছেন দেশপ্রেম ও মানুষের জন্য আত্মত্যাগের আদর্শ। তরুণ প্রজন্ম যদি বঙ্গবন্ধুর জীবনী পাঠ করে তবে আদর্শবান মানুষ হিসেবে দেশকে নেতৃত্ব দিতে পারবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধার সন্তানদের বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই উপহার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মেয়র আইভী বলেন, জাতির পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল। তিনি বাঙালি জাতির জন্য কতটা আত্মত্যাগ করেছেন; অসমাপ্ত আত্মজীবনী আর কারাগারের রোজনামচা বই পড়লে জানা যাবে। মুক্তিযোদ্ধার সন্তানরা বংশগতভাবে আওয়ামী লীগ হয়ে গেছে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। ছোটবেলা থেকে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াত কিভাবে করব। আমরা জন্মের পর থেকে শুনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাকে কেউ জামায়াত-বিএনপি বানাতে পারবে না।

মেয়র আইভী বলেন, এই শহরের পরিস্থিতি কেমন ছিল তা সবাই জানেন। আমি কোনো কিছুর ভয় না পেয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। এই সিটির মেয়র হওয়া আমার উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল জনসেবা। পত্রিকাগুলো আমার বিরুদ্ধে যখন লিখতো আমি কিছু মনে করতাম না। গঠনমূলকভাবে সমালোচনা করুক, এটাই চাইতাম। তবে কেবল আমাকে ছোট করার জন্য বা আমি একজন নারী বলে আমাকে যা খুশি তাই বলবেন; সেটা মেনে নেব না।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান ভূঁইয়া জুলহাস, সফর আলী ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান জাকিয়া আলী ভূঁইয়া। অনুষ্ঠানে ২০ জন মুক্তিযোদ্ধার সন্তানের হাতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই তুলে দেন মেয়র আইভী।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!