নারায়ণগঞ্জবুধবার , ১৮ সেপ্টেম্বর ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

আড়াইহাজারে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

Alokito Narayanganj24
সেপ্টেম্বর ১৮, ২০১৯ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের এমপি ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু তার ‘প্রিয় নেতা’ অভিহিত করে জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন ‘আজকে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ। ইউনিভার্সিটির সময়ে তিনিও আমার নেতা ছিলেন। ভাগ্যক্রমে আমি এখানকার এসপি। আর ওনি বার বার নির্বাচিত এমপি।

বুধবার(১৮ সেপ্টেম্বর)  দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুর্গম এলাকা কালাপাহাড়িয়াতে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ সুপার হারুন অর রশিদ এসব কথা বলেন। তখন মঞ্চে প্রধান অতিথি হিসেবে বসা ছিলেন নজরুল ইসলাম বাবু যিনি টানা তিনবারের নির্বাচিত এমপি।

তিনি কালাপাহাড়িয়ার উন্নয়ন প্রসঙ্গে বলেন, ‘আমি নিজেও হাওড়ের মানুষ। এখানের একটি ইউনিয়ন পানি বেষ্টিত। অথচ আমার প্রতিটি গ্রামে যেতে নৌকায় যেতে হয়। হাওরের মানুষ প্রচন্ড সাহসী হয়। আমাদের অনেক গ্রামে বিদ্যুৎ না থাকলেও কালাপাহাড়িয়াতে সেটা আছে। এখানকার রাস্তাঘাটের অনেক উন্নয়ন হয়েছে। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে অভাবনীয় উন্নতি হচ্ছে। ক্রমশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’

পুলিশ সুপার বলেন, ‘মাদক, সন্ত্রাস, ইভটিজিং, ভূমিদস্যুদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান চলছে। এখানকার এমপিও এমপি চায় না এসব থাকুক। সেহেতু আমাদের অ্যাকশনও চলবে। কোন অপরাধ অন্যায় হলে আমাদের জানাবেন। আমরা দ্রুত ব্যবস্থা নিব।’

এমপি বাবুকে স্মরন করিয়ে দিয়ে এসপি হারুন অর রশিদ বলেন,গত ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের পরে আমার প্রিয় নেতা বাবু সাহেব বলেছিলেন পিকনিক করবেন। হয়তো তিনি ভুলে গেছেন। কিন্তু আমি ভুলি নাই। সে কারণেই আমি আজকের তারিখ নির্ধারণ করেছি। সে কারণে বিদেশ থেকে একদিন আগেই নেতা চলে এসেছেন।’

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!