নারায়ণগঞ্জরবিবার , ১৬ জুন ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

খেলাধুলাই পারে অপরাধ থেকে যুব সমাজকে দূরে রাখতে : আইভী

alokitonarayanganj
জুন ১৬, ২০১৯ ১২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ফতুল্লা সংবাদদাতা : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আলীগঞ্জ খেলার মাঠ দখল করে যারা বিল্ডিং নির্মাণ করতে চায় তারা নরপশু। সরকারি কাজে আমরা বাঁধা দিতে চাই না। বিল্ডিং নির্মাণ করতে হলে আরো অনেক জায়গা আছে, সেগুলো নেন। ‘আমাদের এই মাঠটা চাই। এই খেলার মাঠটা রক্ষা করার জন্য আমাদের সাথে যে খেলোয়াররা পাশে এসে দাড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলতে চাই, এই আলীগঞ্জের খেলার মাঠ যেন হারিয়ে না যায়। আমার বিশ্বাস প্রধানমন্ত্রীর কাছে সঠিক তথ্য যায়নি।’

শনিবার (১৫ জুন) সন্ধ্যায় ফতুল্লার আলীগঞ্জ মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলীগঞ্জ মাঠ রক্ষার দাবিতে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। খেলায় অংশগ্রহণ করেন সাবেক জাতীয় তারকা ফুটবলাররা।

তিনি আরো বলেন, এই মাঠ প্রসঙ্গে নিশ্চই নেত্রীকে ভূল ম্যাসেজ দেয়া হয়েছে। সুতরাং নেত্রীকে সত্যটা জানানো আমাদের দায়িত্ব। যেকোন মূল্যে এই মাঠকে আমাদের রক্ষা করতে হবে। কেননা একমাত্র খেলাধুলাই পারে অনেক অপরাধ থেকে যুব সমাজকে দূরে রাখতে।

পুলিশ সুপারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি এসপি সাহেবকে অনুরোধ করবো, আপনি আসার পর জনসাধারণের জন্য বেশ কিছু কাজ করেছেন। আপনি ওই রক্ত চোখকে উপেক্ষা করে অবশ্যই সাধারণ মানুষের পাশে থাকবেন। আপনি আপনার পুলিশ বাহিনী দিয়ে সাধারণ জনগণ, শিক্ষার্থী, শ্রমিকদের পিটাবেন না। তাদের পাশে দাঁড়াবেন। মাঠ রক্ষার আন্দোলনে আপনারও ভূমিকা থাকতে হবে। নেতা যত বড়ই হোকনা কেন, পৃথিবীর ইতিহাসে কোথাও নেই নেতা জনগণের বিরুদ্ধে গিয়ে জিততে পেরেছে।’

তিনি আরো বলেন, ‘পৌরসভা ৯ একর জায়গা দিয়েছিল ওসমানী স্টেডিয়ামকে। তার ৪ একর জায়গা আপনি দখল করে নিজের বাবার নাম দিয়েছেন। আপনি বলুন, আমরা আপনার বাবার নামে স্টেডিয়াম করে দেবো। আপনার বাবার নামে সড়ক করে দিয়েছি কোনো কার্পন্য করিনি। আপনি চান, দেবো। কিন্তু দখল করবেন কেন? দখলের স্বভাবটা বন্ধ করুন। নারায়ণগঞ্জকে দখল করতে তো পারেননি, পারবেনও না।’

জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির শ্রম উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক ও আলীগঞ্জ মাঠ রক্ষা কমিটির সভাপতি আলহাজ্জ্ব কাউসার আহম্মেদ পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড. মাহাবুবুর রহমান মাসুম, আলীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাজী মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী মনির উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জহির উদ্দিন জজ, জাতীয় দলের সাবেক খেলোয়াড় হাসানুজ্জামান বাবলু, কায়সার হামিদ, ইমতিয়াজ আহমেদ জনি প্রমূখ।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!