নারায়ণগঞ্জবুধবার , ১৫ জানুয়ারি ২০২০
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

নারায়ণগঞ্জে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Alokito Narayanganj24
জানুয়ারি ১৫, ২০২০ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ : সাংবাদিকদের উপর হামলাকারী সোয়াদকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করার আল্টিমেটাম দিয়েছে নারায়ণগঞ্জের সর্বস্তরের সাংবাদিক সমাজ।

বুধবার (১৫ জানুয়ারি) বাদ আসর হামলার ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিক নেতৃবৃন্দরা এ আল্টিমেটাম দেন।

এ সময় বক্তারা প্রধান আসামী সোয়াদকে গ্রেপ্তারের পুলিশের গাফলতির অভিযোগ তুলে হুশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটুর সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন-নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান কচি, ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বাঁধন, দৈনিক ভোরের কথা পত্রিকার সম্পাদক আরিফুজ্জামান, অনলাইন নিউজ পোর্টাল টপ নিউজ ডট কম এর সম্পাদক মহসীন আলম, দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক মাসুদুর রহমান দিপু, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আরজু, বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি সাব্বির সেন্টু, অনলাইন নিউজ পোর্টাল ঢাকার নিউজ ডট কম এর প্রধান সম্পাদক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রিতি, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দৈনিক খবর পত্রের জেলা প্রতিনিধি ও ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সদস্য মনির হোসেন, সাংবাদিক সাহাদাৎ হোসেন ভূইয়া ও সাংবাদিক জামান খান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!