নারায়ণগঞ্জরবিবার , ১৮ নভেম্বর ২০১৮
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির একক প্রার্থী মান্নান

Alokito Narayanganj24
নভেম্বর ১৮, ২০১৮ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ ২৪ ডট নেট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে উপজেলা বিএনপির তৃনমূল নেতাকর্মীরা সভা করে বিএনপির একক প্রার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নানকে নির্বাচন করে শনিবার কেন্দ্রে চিঠি পাঠিয়েছেন।

আজহারুল ইসলাম মান্নানকে মনোনয়ন দেওয়ার জন্য চিঠিতে যারা স্বাক্ষর করেছেন তারা হলেন, উপজেলা বিএনপির জৈষ্ঠ্য সহ সভাপতি রিয়াজ উদ্দিন আহাম্মেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম টিটু, কাচঁপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক, বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ভুইয়া, সাদিপুর ইউনিয়নের সভাপতি কামরুজ্জামান ভুইয়া মাসুম, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ইজ্জত আলী, বারদি ইউনিয়ন সভাপতি আলী আজগর, উপজেলা শ্রমিক দলের সভাপতি মজিবুর রহমান, সনমান্দী ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, বারদি ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান মুন্সি, নোয়াগাঁও ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শামীম, সনমান্দী ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসেম রতন, শম্ভুপুরা ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মোগরাপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মানিক, পিরোজপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাদিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম সরকার, জামপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শহিদুর স্বপন প্রমূখ।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম টিটু স্বাক্ষরিত গনমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার ঢাকার একটি রেস্টুরেন্টে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারন সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতারা যৌথ সভা করেছেন। সভার সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে আগামী নির্বাচনে একক প্রার্থী হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নানকে সমর্থন দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!