নারায়ণগঞ্জশুক্রবার , ৬ সেপ্টেম্বর ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

ফতুল্লার ডাকাত শাহাবুদ্দিন ১ দিনের রিমান্ডে

Alokito Narayanganj24
সেপ্টেম্বর ৬, ২০১৯ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ: ফতুল্লা থানার একটি চুরির মামলায় রাসেল ও শাহাবুদ্দিনকে ১ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে ফতুল্লা থানার পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আসামীদেরকে আদালতে তোলেন। পরে রিমান্ড শুনানি শেষে আদালত ১ দিনের রিমান্ড মুঞ্জুর করেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলম এর আদালতে এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড প্রাপ্ত আসামীরা হলেন,দাপা ইদ্রাকপুর এলাকার মো.আতাউর রহমানের ছেলে মো.রাসেল ওরফে কাপড় রাসেল (৩০) ও উভয় থানার একই এলাকার মৃত. মহি উদ্দিনের ছেলে মো.শাহাবুদ্দিন (৩৩)। ডাকাত শাহাবুদ্দিনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি,মাদকসহ একাধিক মামলা রয়েছে। সে ফতুল্লার আরেক চিহ্নিত  ডাকাত রতনের সহযোগী।

রিমান্ডের সত্যতা নিশ্চিত করছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই।তিনি বলেন, আসামীদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত,২ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টায় বাড়ির নীচতলা থেকে হোন্ডার তালা ভেঙ্গে দাপা ইদ্রাকপুর এলাকার মহিদ্দিনের ছেলে চিহিৃত ডাকাত ও একাধিক মামলার আসামী ডাকাত সাহাবুদ্দিন ও তার সহযোগি আলতাফ মিয়ার ছেলে রাসেল ওরফে কাপড় রাসেল নিয়ে পালিয়ে যায়। ওই সময় টহলে থাকা ফতুল্লা মডেল থানার পুলিশ পোষ্ট অফিস এলাকায় চোরদেরকে সিগন্যাল দিলে তারা হোন্ডা না থামিয়ে গতি বাড়িয়ে দিলে একটি গর্তে পড়ে গেলে হোন্ডা রেখে পালাতে চেষ্টা করে। এ সময় ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক মো.মাহবুব সঙ্গীয় ফোর্স ডাকাত সাহাবুদ্দিন ও রাসেলকে হোন্ডাসহ আটক করে থানায় নিয়ে আসে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!