নারায়ণগঞ্জসোমবার , ১৪ জানুয়ারি ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

ফতুল্লায় সিমেন্টবোঝাই ট্রলার ডুবি

Alokito Narayanganj24
জানুয়ারি ১৪, ২০১৯ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ফতুল্লা সংবাদদাতা : ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে সিমেন্ট বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দুই হাজার বস্তা সিমেন্টসহ ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, বিল্লাল মাঝির ট্রলারটি স্ক্যান সিমেন্ট ফ্যাক্টরী থেকে দুই হাজার বস্তা সিমেন্ট নিয়ে হাসনাবাদের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ফতুল্লায় খেয়াঘাটের দক্ষিণ পাশে যাত্রা বিরতি দেয়। এসময় ঢাকা-বরিশাল পথে চলাচলকারী দ্রুতগামী জলযান এম ভি গ্রীন লাইন (ওয়াটার ওয়েজ) এর প্রবল ঢেউয়ের কারণে ২হাজার বস্তা সিমেন্টসহ ট্রলারটি ডুবে যায়।

হাসনাবাদ ট্রেডার্সের ম্যানেজার প্রদীপ দাস জানান, ২ হাজার বস্তা সিমেন্ট ফ্যাক্টরী থেকে নিয়ে হাসনাবাদ যাচ্ছিলো। ফতুল্লায় ট্রলারটি এসে নোঙর করে যাত্রা বিরতি দেয় শ্রমিকরা। আজ সকাল সাড়ে ৮টার দিকে এমভি গ্রীন লাইনের ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এখন পর্যন্ত ২ হাজার বস্তা সিমেন্টের মধ্যে ১৫০ বস্তা সিমেন্টসহ ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লক্ষ টাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এমভি গ্রীণ লাইনের প্রবল ঢেউয়ের কারণে মুহূর্তের মধ্যে ট্রলারটি ডুবে যায়। এমভি গ্রীণ লাইন খুবই বেপরোয়াভাবে নদীপথে চলাচল করে। এর আগেও এমভি গ্রীণ লাইনের ঢেউয়ের কবলে পড়ে অসংখ্য ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এব্যাপারে ফতুল্লা মডেল থানা ও ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় যোগাযোগ করে হলে এবিষয়ে তারা কোন অভিযোগ পাননি বলে জানান।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!