নারায়ণগঞ্জবুধবার , ২ ডিসেম্বর ২০২০
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

ফতুল্লায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড

Alokito Narayanganj24
ডিসেম্বর ২, ২০২০ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জঃনারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পরকীয়ার কারণে স্বামী সিরাজুল ইসলামকে হত্যা মামলায় স্ত্রী রোজিনা বেগমকে (৪২) আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আরেকটি ধারায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রোজিনা বেগম নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চিতাশাল নুরবাগ এলাকার বাসিন্দা।

পুলিশি তদন্তে উঠে আসে দেবর শফিকুল ইসলামের (নিহতের ছোট ভাই) সঙ্গে পরকীয়ার কারণে স্বামী সিরাজুল ইসলামকে হত্যা করেছেন স্ত্রী রোজিনা বেগম।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জাসমিন আহমেদ বলেন, ২০০৩ সালের ১৪ অক্টোবর সদর উপজেলার ফতুল্লার চিতাশাল নুরবাগ এলাকার পাশের বাড়ি থেকে সিরাজুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত সিরাজুল ইসলামের ভাই মফিজুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে পুলিশি তদন্তে উঠে আসে দেবর শফিকুল ইসলামের (সিরাজুল ইসলামের ছোট ভাই) সঙ্গে পরকীয়ার কারণে স্বামী সিরাজুল ইসলামকে হত্যা করেছেন স্ত্রী রোজিনা বেগম। ওই ঘটনার তদন্ত শেষে ২০০৪ সালে স্ত্রী রোজিনাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!