নারায়ণগঞ্জমঙ্গলবার , ৮ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে ড্রেনে বিস্ফোরণ

Alokito Narayanganj24
মার্চ ৮, ২০২২ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ:বন্দরে তিতাসের পাইপ লাইনের লিকেজ থেকে নির্গত গ্যাস জমে আবারো ড্রেনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার বন্দরের সোনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে ড্রেনের স্লাব উড়ে আগুন ধরে যায়। এলাকাবাসী ও বন্দর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

মাত্র ১০ দিন আগে একই এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে ড্রেনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বারবার বিস্ফোরণের ঘটনায় এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছেন।

রোববার ভোর ৫টা ৫০ মিনিটে বিকট শব্দে ঘুম ভাঙে সোনাকান্দা পানির ট্যাংকবাসীর। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পরিবার-পরিজন নিয়ে রাস্তায় বের হয়ে আসেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টা ৫০ মিনিটে বন্দরের সোনাকান্দা পানির ট্যাংকের সুমন কনফেকশনারির সামনের ড্রেনে বিস্ফোরণ হয়। এতে ড্রেনের স্লাব উড়ে যায়। কোনো হতাহত না হলেও আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়েন মানুষ। বিস্ফোরণের শব্দ প্রায় ৩ সেকেন্ড স্থায়ী ছিল।

সুমন কনফেকশনারির মালিক সুমন জানান, বিকট শব্দে ড্রেন বিস্ফোরণ ঘটে। এতে ড্রেনের স্লাব ভেঙে পড়ে ও আগুন জ্বলে উঠে। প্রথমে এলাকাবাসী পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ড্রেনের নিচে বাসা বাড়ির গ্যাস লাইন, পানির লাইন ও ড্রেনের পাইপ রয়েছে। গ্যাসের  লিকেজ থেকে বিস্ফোরণ ঘটতে পারে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!