নারায়ণগঞ্জশুক্রবার , ২৪ জানুয়ারি ২০২০
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

বন্দরে জাহাজচাপায় নিহত ২ শ্রমিকের মরদেহ উদ্ধার

Alokito Narayanganj24
জানুয়ারি ২৪, ২০২০ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ বন্দরে একটি ডকইয়ার্ডে নির্মিত জাহাজ পানিতে নামানোর সময় হুইল ওয়্যারের তার ছিঁড়ে জাহাজের নিচে চাপা পড়ে নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে বন্দরের বিবিজোড়া এলাকার স্নেহা শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামে একটি বেসরকারি ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে দুই শ্রমিক ১৭০ ফুট গভীরে মালবাহী কোস্টারের নিচে চাপা পড়ে। নিহতরা হলেন মেঘনার ঝাউচর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে ইয়া রাসুল (২৩) ও একই এলাকার রাসেল (৩২)।

ঘটনার পর বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার জানান, নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযানও সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বন্দরের মীরকুন্ডি বিবিজোড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে স্নেহা শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামে একটি ডকইয়ার্ড নির্মাণ করেন আবুল কালাম নামে এক ব্যক্তি। অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন ক্রেনের ব্যবস্থা না থাকায় মরদেহ দু’টি উদ্ধার করতে এত সময় লেগেছে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!