নারায়ণগঞ্জরবিবার , ১৭ ফেব্রুয়ারি ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

বন্দরে পতিতা অপবাদ দিয়ে তিন নারীকে চুল কর্তন বাড়ি ঘর ভাংচুর

Alokito Narayanganj24
ফেব্রুয়ারি ১৭, ২০১৯ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়নগঞ্জ ২৪ ডট নেট : বন্দর উপজেলায় ‘পতিতা’ অপবাদ দিয়ে তিন নারীকে অমানুষিক নির্যাতন করেছে স্থানীয় কয়েকজন ব্যক্তি। এ সময় তিন নারীর চুল কেটে দেয়া হয়। পরে কয়েক ঘণ্টা তাদের গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে তাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে।

শনিবার বিকেলে বন্দর উপজেলার দক্ষিণ কলাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ নির্যাতিত তিন নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বন্দরের সচেতন মহলে নিন্দার ঝড় বইছে।

স্থানীয়রা জানান, ‘পতিতা’ অপবাদ দিয়ে তিন নারীকে অমানুষিক নির্যাতন করেছে স্থানীয় কয়েকজন ব্যক্তি। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেউ যদি ‘পতিতাবৃত্তির’ সঙ্গে জড়িত থাকে তাদের আইনের হাতে তুলে দেয়া উচিত ছিল। এভাবে কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে ওই নারীদের ওপর এমন অমানুষিক নির্যাতন করতে পারেন না। এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানাই।

বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘পতিতাবৃত্তির’ মতো কোনো বিষয় থাকলে থানায় অবহিত করলে আমরা আইনগত ব্যবস্থা নিতাম। এভাবে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। এর জন্য পুলিশ আছে, প্রশাসন আছে। তিন নারীকে এভাবে নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। তারা পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তাদের বক্তব্য শুনে তাদের অভিযোগ অনুযায়ী নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!