নারায়ণগঞ্জরবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২০
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

বন্দরে বাসের ধাক্কায় সিএনজি উল্টে পাঁচ পরীক্ষার্থী আহত

Alokito Narayanganj24
ফেব্রুয়ারি ২৩, ২০২০ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এনা পরিবহনের দ্রুতগামী একটি বাসের ধাক্কায় সিএনজি উল্টে পাঁচ দাখিল পরীক্ষার্থী আহত হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

আহত পরীক্ষার্থীরা হলো- মনিয়া, আশামনি, রাকিব, ইয়াসিন ও মানছুরা।

সিএনজি চালক শহিদুল্লাহ জানান, সোনারগাঁও উপজেলার কলতাপাড়া সিনিয়র ফাজিল মাদরাসার পাঁচ শিক্ষার্থীকে নিয়ে দাখিল পরীক্ষা দিতে সিএনজিযোগে তাহেরপুর পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর এনা পরিবহনের একটি বাস তার সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি রাস্তার সাইডে উল্টে গিয়ে পাঁচ পরীক্ষার্থী আহত হয়।

কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আহত সকলকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তবে আহত পাঁচজনের অবস্থা আশঙ্কামুক্ত। আহতরা সোনারগাঁও উপজেলার কলতাপাড়া ও মুছারচর গ্রামের বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!