নারায়ণগঞ্জসোমবার , ৩ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

বন্দরে মিজান সিকদার হত্যা : ১ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

Alokito Narayanganj24
অক্টোবর ৩, ২০২২ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জঃবন্দরে মিজান সিকদার মিশর হত‌্যা মামলার রায়ে এক জনের মৃত‌্যুদণ্ড ও দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিঠুন বন্দর উপজেলার নোয়াদ্দা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং যাবজ্জীবনপ্রাপ্ত মুন্না ও চয়ন একই এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তারা প্রত্যেকেই আদালতে উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরির্দশক আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

তিনি জানান, বন্দর কাইট্রাখালি এলাকার মৃত শফিউদ্দিন সিকদারের ছেলে মিজান সিকদার মিশরকে (২৯) ২০১৯ সালের ২২ জুলাই পূর্বশত্রুতার জের ধরে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

নিহতের ভাই সানী জানান, তার ভাই মিশর গাজীপুরে একটি ডাইং কারখানায় কাজ করতেন। নিজের বিয়ের অনুষ্ঠানের জন্য তিনি (মিশর) বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার রাতে তিনি মশার কয়েল আনতে দোকানে গেলে নোয়াদ্দা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মিঠুসহ তার লোকজন মিশরকে ছুরিকাঘাত করে হত্যা করে।

রায়ে তারা সন্তুষ্টি প্রকাশ করে উচ্চ আদালতে বহাল রাখার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!