নারায়ণগঞ্জসোমবার , ১১ ফেব্রুয়ারি ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

বন্দরে সরস্বতী পূজা মণ্ডপ ভাংচুর, গ্রেপ্তার ৪

Alokito Narayanganj24
ফেব্রুয়ারি ১১, ২০১৯ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ ২৪ ডট নেট : বন্দরে সরস্বতী পূজা উৎসবে নাচ গান নিয়ে বিরোধের জের ধরে পূজা মণ্ডপে মূর্তি ভাংচুর করেছে দুর্র্বৃত্তরা । ঘটনায় জড়িত থাকার অপরাধে সফিকুল (২৩) সুজন (২২) আইয়ুব মিয়ার ছেলে শাহীন (২৫) হৃদয় (২৪) নামের ৪ যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১০ ফেব্রুয়ারি) রাতে বন্দর উপজেলার তিনগাঁওস্থ শ্রী মধুসদন বিশ্বাসের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, রোববার রাতে বন্দর উপজেলা তিনগাঁও এলাকায় শ্রী মধুসুদন বিশ্বাসের নিজ বাড়িতে স্বরসতি পূজা উৎসবের আয়োজন করে। পূজা উৎসব চলাকালে উল্লেখিত ৪ যুবকসহ অজ্ঞাত ৪/৫ জন পূজা মন্ডপে উপস্থিত হয়। পরে তাদের প্রসাদ খেতে দেয় পূজা আয়োজনকারীরা।

রাত ৮টায় হিন্দু ও মুসলমান ছেলেরা মিলে-মিশে মণ্ডপের সামনে আনন্দ উৎসব ও নাচ গান করে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। রাত ১২টা ৪৫ মিনিটে আনন্দ উৎসব সমাপ্ত হওয়ার পর রাত ১টায় উল্লেখিত ৪ যুবকসহ অজ্ঞাত ৫/৬ জন মিলে শ্রী মধুসুদন বিশ্বাসের বাড়ীর উঠানে থাকা সরস্বতী মূর্তি উঠিয়ে নেয়। পরে ২০/২৫ গজ দূরে জনৈক হোসেন ভূইয়ার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ফেলে দিয়ে ভাংচুর করে। একই সময়ে তারা বাড়ীর কিছু জিনিসপত্র ভাংচুর করে।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা জানিয়ে বলেন, আমরা আটককৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছি । আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা শাখাওয়াত হোসেন সোমবার দুপুরে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!