নারায়ণগঞ্জশুক্রবার , ২৩ আগস্ট ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

রূপগঞ্জে ঋণের কিস্তির টাকা দিতে না পেরে যুবকের আত্মহত্যা

Alokito Narayanganj24
আগস্ট ২৩, ২০১৯ ১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ :  নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনজিও’র লোনের কিস্তির টাকা দিতে না পারায় গাজী মোল্লা (৩৪) নামে এক অটো চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে  উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট মধ্যপাড়া এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।

নিহত গাজী মোল্লা সাওঘাট এলাকার হাবিবুল্লাহ মোল্লার ছেলে। গাজী মোল্লা একজন অটো চালক, তার ৩ সন্তান রয়েছে। তিন ছেলে মেয়ের মধ্যে বড় মেয়ে তানহা(১৩) সপ্তম শ্রেণিতে, ছোট মেয়ে তানজিলা(৮) প্রথম শ্রেণিতে পড়ে আর ছোট ছেলের বয়স মাত্র দেড় বছর।

নিহত গাজী মোল্লার স্ত্রী নীলা বেগম জানান, বিভিন্ন এনজিও থেকে উঠানো ঋণের কিস্তির টাকার জন্য এনজিও’র লোকজন গত কয়েকদিন যাবৎ বাড়িতে এসে খারাপ ভাষায় গাল মন্দ করে এবং টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। পরে আমি বাবার বাড়িতে যাই টাকা আনার জন্যে। বাবার বাড়িতে থেকেই শুনি স্বামীর আত্মহত্যার খবর।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, বিষয়টি আত্মহত্যা এমনই শুনেছি, লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!