নারায়ণগঞ্জবৃহস্পতিবার , ৯ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

রূপগঞ্জে সজীব গ্রুপে অগ্নিকাণ্ড: পাঁচ মাস পর ৫ মরদেহ হস্তান্তর

Alokito Narayanganj24
ডিসেম্বর ৯, ২০২১ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়নগঞ্জ: রূপগঞ্জে হাসেম ফুডস লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় পাঁচ মাস পর নারায়ণগঞ্জ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে থাকা ৫ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ জেলার সিআইডি পুলিশ পরিদর্শক আতাউর রহমান বলেন, ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে  শনাক্তের পর ৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে সকলের মরদেহ হস্তান্তর সম্পন্ন হয়েছে। এ নিয়ে আগুনের ঘটনায় মোট ৫৪ মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আজ যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে তারা হচ্ছেন, নারায়ণগঞ্জ মর্গ থেকে মহিউদ্দিন, ঢামেক মর্গ থেকে লাবনী, সাজ্জাদ, শাকিল, ও রকিব হোসেন।

প্রসঙ্গত, গত ৮ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের সেজান জুস কারখানায় ছয়তলা ভবনে আগুনে ৫২ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় আহত হয়েছেন প্রায় ২৫ জন শ্রমিক।

প্রসঙ্গত, গত ৮ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের সেজান জুস কারখানায় ছয়তলা ভবনে আগুনে ৫২ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় আহত হয়েছেন প্রায় ২৫ জন শ্রমিক।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!