নারায়ণগঞ্জবুধবার , ৯ অক্টোবর ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মিলন গ্রেফতার

Alokito Narayanganj24
অক্টোবর ৯, ২০১৯ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মিলন হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সঙ্গে তার বিরুদ্ধে জোরপূর্বক ওই নারীর গর্ভপাত ঘটানো ও প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাতে শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে মিলনের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার মিলন হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর কড়ইতলা এলাকার মৃত আলী হোসেন ব্যাপারীর ছেলে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, মিলন বিবাহিত হওয়ার পরও দুজনের সম্মতিতে ২০১৪ সালের ৭ এপ্রিল ২০ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়।

দেনমোহর ২০ লাখ টাকা ধার্য হলেও প্রতারণার মাধ্যমে দুই লাখ টাকা লিখে বাদীকে না জানিয়ে কাবিননামা তৈরি করেন মিলন। ২০১৭ সালে বাদী অন্তঃসত্ত্বা হলে জোরপূর্বক গর্ভপাত করান স্বামী। পরে আবারও অন্তঃসত্ত্বা হলে মিলন তাকে নিয়ে শহরের টোকিও প্লাজার একটি ফ্ল্যাটে বসবাস করতে থাকেন। এবারও গর্ভপাত ঘটাতে চাইলে বাদী অসম্মতি জানান এবং প্রতিবাদ করেন। প্রতিবাদ করলে বাদীর ওপর নির্যাতন শুরু করেন মিলন এবং গর্ভপাত না ঘটালে তালাক দেয়ার হুমকি দেন। চলতি বছরের ১ এপ্রিল তালাকনামার কপি দেখিয়ে মিলন বাদীকে বলেন তালাক দিয়েছেন।

এ অবস্থায় আইনের আশ্রয় নিতে চাইলে গত ১৫ সেপ্টেম্বর বাদীকে নানাভাবে ফুঁসলিয়ে আবারও বিয়ের প্রতিশ্রুতি দেন মিলন। ওই দিন বাদীকে ধর্ষণ করেন তিনি। পরে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর বলেন, মিলনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় নারী নির্যাতন আইনে একটি মামলা হয়। পরে সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!