নারায়ণগঞ্জমঙ্গলবার , ১৯ মার্চ ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ফেন্সিডিলসহ ডিবির হাতে আটক ৫, মুচলেকায় মুক্ত ২

Alokito Narayanganj24
মার্চ ১৯, ২০১৯ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের আরামবাগ এলাকায় এনসিসি ১০নং ওয়ার্ড কাউন্সিলর হাজ্বী ইফতেখার আলম খোকনের ভায়রা মোঃ আলী ও তার ভাই মোঃ মনিরকে ফেন্সিডিলসহ ডিবি পুলিশ কর্তৃক আটকের পর মোটা অংকের মুচলেকায় ছাড়া পেলেও রুবেল, রাসেল ও রিপন নামে ৩ জনকে নামমাত্র ২ বোতল ফেন্সিডিল দিয়ে মামলা দিয়ে আদালতে প্রেরন করেছে গোয়েন্দা পুলিশ।

ব্যাপক তথ্যানুসন্ধানে ও ডিবি পুলিশের দেয়া তথ্যনুযায়ী জানা যায়, সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮টায় ওয়ার্ডের চিত্তরঞ্জন এলাকা থেকে রুবেলকে ২পিস ফেন্সিডিলসহ আটক করে ডিবি পুলিশের উপ-পরিদর্শক মোঃ মজিবুর রহমান, আতাউর রহমান আফ্রাদ ও সঙ্গীয় ফোর্স। পরে রুবেলের দেয়া তথ্যানুযায়ী কাউন্সিলরের ভায়রা আলী ও তার ভাই মনির, রাসেল ও রিপনকে আটক করে ডিবি পুলিশ। আটককৃতদের মধ্যে রুবেল মোঃ আলীর ছেলে, রিপন মোঃ করিমের ছেলে। সর্ম্পকে কাউন্সিলরের ভাগিনা।

এ দিকে ডিবি পুলিশের হাতে ফেন্সিডিলসহ আটক আলী ও মনিরকে রাতেই মোটা অংকের উৎকোচের বিনিময়ে ছাড়িয়ে নিয়ে যায় কাউন্সিলরসহ কয়েকজন কর্তাবাবু। সাংবাদিকরা জেনে গেছে তাই বাকী ৩জনকে ২ বোতল ফেন্সিডিল দিয়ে মামলা করে পুরো ঘটনাটি আইওয়াশ করে ডিবি পুলিশ।

এ দিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই জানান, ফেন্সিডিলসহ আটক রুবেল ও রিপনরা কাউন্সিলর ইফতেখার আলম খোকন ও স্থানীয় ছাত্রলীগ নেতা আমির হোসেনের খুবই আস্থাভাজন হিসেবে সর্বজন পরিচিত। বিভিন্ন সভা-সমাবেশে তাদের সাথে আটককৃতদেরকে দেখা যায়। রাতের ঘটনায় ডিবি পুলিশ প্রায় ৪০ বোতল ফেন্সিডিলসহ আটক করলেও দিনের আলোতে তা ২ বোতলে গিয়ে পৌছায় কিভাবে তা জানতে পারলামনা।

এ বিষয়ে এনসিসির ১০নং ওয়ার্ড কাউন্সিলর হাজ্বী ইফতেখার আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার ভায়রা আলী সত্য কিন্তু তার ছেলের বয়স ৬মাস। ডিবি পুলিশ ওদেরকে আটকের পর তারা ঘটনাস্থলে বিস্তারিত জানার জন্য গিয়েছে। কিন্তু আপনি আমাকে কেন ফোন দিয়েছেন, আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে। তাছাড়া শহরে তো সাংবাদিকের অভাব নেই তারা তো আমাকে ফোন দেয়নি। আপনি ফোন দিয়ে কেনো খোচাখুচি করছেন।

আপনার সাথে আটক রুবেলের অন্তরঙ্গ ছবি দেখতে পেলাম এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ওয়ার্ডে ২০ হাজার জনগণ রয়েছে তাদের সবাইর সাথে আমার সর্ম্পক থাকবে, জনপ্রতিনিধি হিসেবে আমার সাথে যে কেউ’র সাথে ছবি থাকতে পারে। আলীর বিষয়ে আমার কাছে জানতে চাইছেন, আমিতো মিথ্যাও বলতে পারি আপনার সাথে। তিনি আরও বলেন, ধরেন আমার মেয়ে মাদক নিয়ে ধরা খেল তাই বলে কি আমি ওর শেল্টারদাতা।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!