নারায়ণগঞ্জরবিবার , ১২ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

সোনারগাঁয়ে কলেজছাত্র হত্যার দায়ে ১ জনের ফাঁসি, ৯ জনের যাবজ্জীবন

Alokito Narayanganj24
ডিসেম্বর ১২, ২০২১ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়নগঞ্জ: সোনারগাঁয়ে কলেজছাত্র মফিজুল ইসলাম মফিজ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও নয় জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড করেছেন আদালত।

রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন। এ সময় ১০ আসামির মধ্যে সাত জন আদালতে উপস্থিত ছিল।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাহিদুল ইসলাম জাহিদ। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলো—নজরুল ইসলাম, আলমগীর, বাসিত, সাজ্জাদ, আসাদ, শাহজামাল, জুয়েল, মমতা বেগম ও কল্পনা বেগম।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জিয়াসমিন আক্তার জানান, ২০১১ সালের ৯ নভেম্বর জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে ও টেটাবিদ্ধ করে মফিজকে হত্যা করে তারা। এ ঘটনায় তার বাবা শহীদুল্লাহ বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১০ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় ঘোষণা করেন।
নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!