নারায়ণগঞ্জশুক্রবার , ৬ ডিসেম্বর ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

 সোনারগাঁয়ে চাঁদাবাজ রনি গ্রেপ্তার

Alokito Narayanganj24
ডিসেম্বর ৬, ২০১৯ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ :  সোনারগাঁয়ের চিহ্নিত চাঁদাবাজ রনি ওরফে প্রবাসী রনিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। বৃহস্পতিবার(৫ ডিসেম্বর) রাতে তাকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত চাঁদাবাজ রনি আনন্দবাজার টেঙ্গারচর গ্রামের রোস্তম মিয়ার ছেলে। রনি জাকির হত্যা মামলার প্রধান আসামী বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবি হোসেনের সহযোগী ছিল।

অভিযোগে জানা গেছে, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের বসুন্ধরদী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আলামিন বৈদ্যেরবাজার এলাকায় মেঘনা গ্রুপে ঠিকাদারী কাজ করে আসছিল। গত কয়েকদিন আগে রনি ওরফে প্রবাসী রনি আল আমিনের কাছে চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় গত সোমবার বিকালে প্রবাসী রনিসহ আরো অজ্ঞাতনামা চাঁদাবাজ তার ঠিকাদারী কাজ বন্ধ করে দিয়ে পুনারায় চাঁদা দাবি করে আল আমিনের স্টাফ ও গাড়ীর ড্রাইভারকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আল আমিন বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মেঘনা গ্রুপের কয়েকজন ঠিকাদার জানান, রনি ওরফে প্রবাসী রনি বিদেশ থেকে দেশে এসে একটি বাহিনী তৈরী করে। সে বাহনী দিয়ে মেঘনা গ্রুপের বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি শুরু করে। এক পর্যায়ে রনি মেঘনা গ্রুপের মুল ফটকে দাড়িয়ে ঠিকাদার ও গাড়ী আটকে বিভিন্ন অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দিলে সে ও তার লোকজন আমাদের স্টাফ ও গাড়ী চালকদের মারধর করে। এ বিষয়ে থানায় অভিযোগ দিলেও রনি ছিল ধরাছোয়ার বাহিরে। তার গ্রেপ্তারে আমাদের মনে কিছুটা স্বস্থি এসেছে।

সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদাবাজির অভিযোগে রনি ওরফে প্রবাসী রনিকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!