নারায়ণগঞ্জসোমবার , ১৬ ডিসেম্বর ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

সোনারগাঁয় আ. লীগ-জাপার সংঘর্ষ

Alokito Narayanganj24
ডিসেম্বর ১৬, ২০১৯ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে মাইকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের এক নেতার নাম দেরিতে প্রচার করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শেখ রাসেল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তবে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৯টায় সোনারগাঁ পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে কুচকাওয়াজের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেয়। এ সময় মঞ্চে দাঁড়িয়ে তাদের সালাম গ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান ও সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান।

এ সময় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দারসহ অন্যান্য নেতৃবৃন্দ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করে আসন গ্রহণ করেন।

এ দিকে, আ. লীগ নেতাদের আগমনের খবর মাইকে জানানোর জন্য যুব উন্নয়ন কর্মকর্তাকে অনুরোধ করে। যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসুনুল হাবিব তাদের নাম দেরিতে বলায় মাহফুজুর রহমান কালাম তাকে বকাবকি করেন। তখন স্টেজে থাকা কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতা আজিজুল ইসলাম বাদল তার প্রতিবাদ করে। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর জের ধরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। পরে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, অনুষ্ঠানস্থলে নেতাকর্মীদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!