নারায়ণগঞ্জশনিবার , ১২ জুন ২০২১
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

হিমালয় কমিউনিটি সেন্টার সিলগালা, দু’জনের জেল

Alokito Narayanganj24
জুন ১২, ২০২১ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জে সরকারি বিধি-নিষেধ অমান্য করে কার্যক্রম চালিয়ে যাওয়ার অপরাধে একটি কমিউনিটি সেন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে দুইজনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীত পাশে অবস্থিত হিমালয় কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে সেটি সিলগালা করে দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরুন্নবী।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ওই কমিউনিটি সেন্টারের মালিক মোশারফ হোসেন ও ম্যানেজার সুজাউল করিম।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরুন্নবী বলেন, ‘শুক্রবার দুপুরের পর শহরের কয়েকটি চাইনিজ রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় হিমালয় কমিউনিটি সেন্টারে গিয়ে দেখা যায় একটি বিয়ের অনুষ্ঠান চলছে। বর্তমান কোভিড পরিস্থিতিতে অনুষ্ঠানে স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না। একপর্যায়ে অনুষ্ঠান শেষে কমিউনিটি সেন্টার সিলগালা করে দেওয়া হয়। পাশাপাশি এর মালিক ও ম্যানেজারকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়া শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত গ্র্যাণ্ড হোটেল ও লা ভিস্তা রেস্টুরেন্টেও যায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে কোনো অনিয়ম না পাওয়ার পরও তাদের সতর্ক করে দেওয়া হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরুন্নবী।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!