নারায়ণগঞ্জশুক্রবার , ১৭ মে ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

আড়াইহাজারের ওসি প্রত্যাহার

Alokito Narayanganj24
মে ১৭, ২০১৯ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ : অবশেষে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেনকে প্রত্যাহার করে নিয়ে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে৷ তার স্থলে দায়িত্ব পালন করবেন পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম৷ ১৭ মে শুক্রবার জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে ওসি আক্তার হোসেনকে প্রত্যাহার করে নেয়া হয়৷

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) মো. সাজ্জাদ রোমন জানান, পুলিশ সুপারের নির্দেশে প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে৷

এদিকে সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বেশ সমালোচিত হয়েছেন৷ গত ১৫ মে গণধর্ষণের অভিযোগ দায়ের করলেও মামলা নিতে ওসি গড়িমসী করেছেন বলে অভিযোগ করেছেন এক নির্যাতিত নারী৷

এর আগে গত ২৯ মার্চ থানার ভেতর ঢুকে ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশকে প্রাণনাশের হুমকি দিলেও ওসি তাদের বিরুদ্ধে কোন এ্যাকশনে যাননি৷ এমনকি সামান্য জিডিও তাদের বিরুদ্ধে করা হয়নি৷

গত ১৭ এপ্রিল আড়াইহাজারের গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ভেতর তিন পুলিশ সদস্যকে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ছাত্রলীগ নেতাকে আটক করা হলেও পরে নেতাকর্মীরা থানা ঘেরাও করলে চাপের মুখে তাকে ছেড়ে দেয় পুলিশ। বিষয়টি জানাজানি হয়ে গেলে চাপের মুখে পড়ে গভীর রাতে থানায় একটি মামলা করে পুলিশ।

গত ২৭ এপ্রিল আড়াহাজারে চার পুলিশ সদস্যকে মারধর করে স্থানীয় আওয়ামী লীগ নেতার বাড়িতে আটকে রাখে৷ পরে ওসির হস্তক্ষেপে ওই পুলিশ সদস্যদের ছাড়িয়ে আনা হয়। এ ঘটনাও কোন আইনগত ব্যবস্থা নেয়া হয়নি৷

এদিকে গত ১৫ মে রাতে আড়াইহাজারে ডজনখানেক ডাকাতি মামলার আসামি মুকুল ডাকাতকে গ্রেফতারের পর তার আত্মীয় ও ডাকাতের সহযোগিরা পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশকে আহত করে হ্যান্ডকাপসহ তাকে ছাড়িয়ে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!