নারায়ণগঞ্জসোমবার , ২৬ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

আড়াইহাজারে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে যুবক নিহত

Alokito Narayanganj24
ডিসেম্বর ২৬, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আড়াইহাজার প্রতিনিধিঃ আড়াইহাজারে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে আসাদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন। শনিবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের সেনদী মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদ একই এলাকার জজ মিয়ার ছেলে।

আহতরা হলেন- রাকিব, আজিজুল ও আরিফুল। তাদের বাড়ি আড়াইহাজারের উচিৎপুরা ইউনিয়নের গুরুবদী এলাকায়। তারা সবাই ক্ষুদ্র ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, সোনারগাঁ মেলা থেকে বাড়ি ফেরার পথে সেনদী মাধবদী কবরস্থানের সামনে এলে ব্যবসায়ী রাকিব, আজিজুল ও আরিফুলের গতিরোধ করে একদল ছিনতাইকারী। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা, মোবাইল ও সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নিতে চান ছিনতাইকারীরা। এসব দিতে না চাইলে তাদের এলোপাথাড়ি কুপিয়ে জখম করে ছিনতাইকারীরা।

টের পেয়ে আশপাশের গ্রামের কয়েকশ মানুষ লাঠিসোটা, দা বটি নিয়ে বের হয়ে ধাওয়া করে। ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় আসাদ নামের এক যুবককে ধরে পিটুনি দেয় গ্রামবাসী। ঘটনাস্থলেই তিনি মারা যান।

হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন লেন, ঘটনার সময় আশপাশে কয়েকশ লোক জড়ো হয়ে গণপিটুনি দিলে আসাদ ঘটনাস্থলেই মারা যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই গণপিটুনিতে একজন নিহত হন। পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন তিনি ছিনতাইকারী। তার বিরুদ্ধে মামলা আছে কি-না খোঁজ নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!