নারায়ণগঞ্জশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২০
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

আড়াইহাজারে বাল্যবিয়ের দায়ে অর্থদণ্ড

Alokito Narayanganj24
সেপ্টেম্বর ১৯, ২০২০ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাদিজা আক্তার উর্মি (১৬) নামে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. উজ্জ্বল হোসেন। অর্থদণ্ড দিয়েছেন মেয়ের বাবাকে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাইজাদী ইউনিয়নের সিংহদী কান্দা গ্রামে এ ঘটনা ঘটে। খাদিজা ওই গ্রামের মোমেন মিয়ার মেয়ে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা বলেন, আমাদের কাছে খবর আসে সিংহদী কান্দা গ্রামের স্কুলছাত্রী খাদিজা আক্তার উর্মির সঙ্গে একই ইউনিয়নের তিলচন্দ্রী গ্রামের মৃত আহসান উল্লাহর ছেলে জুয়েলের (২৫) বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। পরে আমরা বিভিন্ন মাধ্যমে বিয়ে বন্ধ করতে বললেও তারা কর্ণপাত না করে ধুমধাম করে বিয়ের আয়োজন করেন।

এক পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন ঘটনাস্থলে গিয়ে বর-কনে ও তাদের অভিভাবকদের আটক করে নিয়ে আসেন। পরে ৫০ হাজার টাকা জরিমানা ও বিয়ে না হওয়ার শর্তে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এসময় পুলিশের এসআই রুপন চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!