নারায়ণগঞ্জবৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

কাঁচপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

Alokito Narayanganj24
সেপ্টেম্বর ২৩, ২০২১ ১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জঃ সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা।বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে উপজেলার কাঁচপুর এলাকার সিনহা গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।এ সময় বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। ফলে ঢাকা-সিলেট-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

অবরোধে অংশ নেওয়া শ্রমিকরা জানান, লকডাউনের সময় থেকে বেতন বকেয়া রয়েছে। সকালে তিন মাসের বকেয়া বেতন দেওয়ার কথা বলেছিল। ফলে সকাল থেকে অপেক্ষা করেছি। কিন্তু বিকেল পর্যন্ত মালিক পক্ষের কোনো সাড়া না পেয়ে অবরোধ করেছি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। পরে অবরোধ প্রত্যাহার হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!