নারায়ণগঞ্জশুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২০
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

ফতুল্লায় গার্মেন্টসের কন্ট্রাক্ট নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, গ্রেফতার-৬

Alokito Narayanganj24
ফেব্রুয়ারি ২১, ২০২০ ১২:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের কন্ট্রাক্ট নিয়ে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় ঘটা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়।

আহতরা হলেন- বিসিক কলাবাগান এলাকার হেলাল (৩২), জীবন (১৭), রিপন শেখ (২৯) ও রবিউল ইসলাম (২৬)। এদের মধ্যে আহত হেলালের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ওই সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) রাতে উভয় পক্ষ ফতুল্লা মডেল থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করে। আহত হেলালের পক্ষে মামলা দায়ের করেন তার মামা আবুল হোসেন এবং রিপন শেখের পক্ষে মামলা দায়ের করেন তার স্ত্রী নূপুর। পরে উভয় পক্ষের মামলায় ৬ আসামীকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বাদী আবুল হোসেনের দায়েরকৃত মামলায় মোঃ সজিব (৩০), মোঃ রিপন (২৬), মোঃ ইয়াসিন (৩৫), মোঃ কাউছার ওরফে রবিউল (২৫) নামে ৪জন ও নূপুর এর মামলায় মোঃ রাকিবুল হাসান ওরফে মোমিন (৩০) এবং আল শাহরিয়া সাগর (১৯) নামে ২জন সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়।

সূত্রে জানা যায়, বিসিক শিল্পনগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে উভয় পক্ষ একত্রে কন্ট্রাক্টে কাজ করে আসছিল। কিন্তু তাদের মধ্যে কাজ ও আর্থিক হিসাব নিকাশ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জেরে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিসিক নতুন গেটের সামনে অভিযুক্তরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে হেলাল ও তার প্রতিপক্ষের জীবন নামে এক যুবক রক্তাক্ত জখম হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, ‘ঘটনার বিষয়ে থানায় উভয় পক্ষের মামলা নেয়া হয়েছে। সংঘর্ষে জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে।’

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!