নারায়ণগঞ্জরবিবার , ৩ জানুয়ারি ২০২১
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

ফতুল্লায় ৪৫জন করোনা যোদ্ধাকে ডিসির সম্মাননা

Alokito Narayanganj24
জানুয়ারি ৩, ২০২১ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জঃ ফতুল্লায় ৪টি টিমের ৪৫জন করোনা যোদ্ধাকে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন। রোববার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রত্যেকের হাতে সম্মাননা হিসেবে চেক তুলে দেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিকের সভাপতিত্বে উপজেলায় কোভিড-১৯ এ আক্রান্ত মৃতদেহের দাফন-কাফনে সম্পৃক্ত কমিটির সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জের উপ-পরিচালক মুহাম্মদ জাকির হোসাইন।

আরো উপস্থিত ছিলেন-উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা জাহিদ হোসেন, সাংবাদিক আলামিন প্রধানের সস্তাপুর দাফন কমিটি, ফতুল্লা দাপা ইদ্রাকপুরে আশরাফুল হক আশুর দাফন কমিটি, দেলপাড়া টিম মোস্তফা-১৯ দাফন কমিটি, সদর সিটি দাফন কমিটি সহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনার প্রথম ঢেউয়ের সময় নারায়ণগঞ্জ সদর উপজেলায় অনেক নারী পুরুষ করোনা আক্রান্ত হয়ে মৃত বরন করেন। ওই সময়টি সকলের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি ছিল।

 

কোন বাড়িতে কারো স্বাভাবিক মৃত্যু হলেও আশপাশের সকলে পালিয়ে যেত। মৃত ব্যক্তির আত্মীয়স্বজনসহ পালাতো। ওই সময়ে সরাসরি মৃতদেহের দাফন কাফনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক দাফন টিমের সদস্যদের সার্বিক ভাবে সহযোগীতা করেছেন। সাহসযোগিয়েছেন দাফনে। এজন্য অনুষ্ঠানে সকল করোনাযুদ্ধারা ইউএনও নাহিদা বারিক ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!