নারায়ণগঞ্জসোমবার , ২৬ অক্টোবর ২০২০
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

সিদ্ধিরগঞ্জে আবারও ১১৫০ লিটার চোরাই তেলসহ গ্রেফতার ১

Alokito Narayanganj24
অক্টোবর ২৬, ২০২০ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জঃনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে ৭ ড্রাম ভর্তি ১ হাজার ১৫০ লিটার চোরাই তেলসহ মামুন (৪৫) নামে একজনকে আটক করেছে র‌্যাব।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় চোরাই চক্রের আরেক সদস্য আরিফ (৩৫) কৌশলে পালিয়ে যায়।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, আটক মামুন ও পলাতক আরিফ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশল অবলম্বন করে অবৈধ উপায়ে তেল সংগ্রহ করে কেনাবেচা করছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন স্বীকার করে যে, তেল চোরাই চক্রের সক্রিয় সদস্য তিনি। সিদ্ধিরগঞ্জের গোদনাইলের পদ্মা ও মেঘনা ডিপোতে চোরাই তেলের কয়েকটি সিন্ডিকেট রয়েছে। এ সিন্ডিকেটের কিছু অসাধু লরি ড্রাইভার ও হেলপার তেল চুরি করে বিক্রি করেন। এমনকি তারা চোরাই তেলের সঙ্গে ভেজাল তেল মিশিয়েও তা সরবরাহ করে। এ চক্রটির মাধ্যমে আটক মামুন ও পলাতক আরিফ ঝুঁকিপূর্ণভাবে তেল মজুদ করে অবৈধভাবে কেনাবেচা করতেন।

মামুন ও আরিফের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দীন চৌধুরী।

উল্লেখ্য, গতকাল ২৫ অক্টোবর একই এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৬৬০ লিটার চোরাই তেলসহ শাজাহান (৩৫) নামে একজনকে আটক করে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!