নারায়ণগঞ্জবৃহস্পতিবার , ১৫ নভেম্বর ২০১৮
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচনকে সামনে রেখে নানা সমীকরণে ব্যস্ত বড় দুই দল

Alokito Narayanganj24
নভেম্বর ১৫, ২০১৮ ২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

সাদ্দাম হোসেন শুভ : বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামীলীগ ও বিএনপি’র শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত দেশের অন্যতম শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ ৪-আসন। দেশের অন্যতম শক্তিশালী নারায়ণগঞ্জ-৪ আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে ৬ লাখ ৫৩ হাজার ৬৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৬২১ জন। আর মহিলা ভোটার রয়েছেন ৩ লাখ ২৩ হাজার ১৮ জন।

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা সমীকরণে ব্যস্ত বড় দুই দলের নেতাকর্মীরা। তবে এ আসনে আওয়ামী লীগের হেভিওয়েট নেতা শামীম ওসমানের রয়েছে একচ্ছত্র আধিপত্য। ফতুল্লার ৫টি ইউনিয়ন এবং সিদ্ধিরগঞ্জ সিটি করপোরেশনের ১০টি ওয়ার্ড নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৪ আসন। জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকার ভোটার সংখ্যা সবচে বেশি। মনোনয়ন ক্রয়ের পরথেকে আলোচিত আসনটিতে নির্বাচনকে সামনে রেখে শহর ও শহরতলীসহ পাড়া-মহল্লার চায়ের দোকানগুলোতে চলছে নানা আলোচনা।

এদিকে, আসনটিকে ঘিরে উভয় দলের কর্মী সমর্থকরা নানা পরিকল্পনার ছক কষছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে এ আসনে ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত ৪বারের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমান আধিপত্য বিস্তার করে। ৯৬ এ আসনটি দখলে নেয় আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী শামীম ওসমান। ২০০১ এ বিএনপির মুহাম্মদ গিয়াস উদ্দিন ও ২০০৮ সালে জয় ছিনিয়ে নেয় ক্ষমতাসীন দল। সবশেষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শামীম ওসমান।

নারায়ণগঞ্জের প্রবীণ এক রাজনীতিক ব্যক্তি এইচ এম ইসহাক ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বলেন, বিশেষ করে ফতুল্লা সিদ্ধিরগঞ্জের প্রতিটি ইউনিয়ন এবং পাড়া মহল্লায়। চোখে পড়ার মত রেকর্ড পরিমাণ উন্নয়ন করেছেন, আগামীতে আরো গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি বিশ্বাস করি শামীম ওসমানকে বিপুল ভোটে নির্বাচিত করবেন ভোটাররা।

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, যদি সুষ্ঠু নির্বাচন হয়, গণতান্ত্রিক নির্বাচন হলে আগামীতে আমার এলাকার জনগণ আমার পক্ষে থাকবে।

নারায়ণগঞ্জ-৪ আসনের বিভিন্ন এলাকার ভোটারদের কাছে নির্বাচনের ভোট প্রয়োগ বিষয়ে জানতে চাওয়া হলে তারা জানান, সবার সাথে সুর মিলিয়ে অধিকাংশ ভোটার বলেছেন যার যার দল থেকে নির্বাচনে প্রার্থী হতে অনেকেই নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন কিনেছেন। তাদের মধ্য থেকে যারা যারা প্রার্থী হবে ব্যাপক আলোচিত এ আসনটিতে তাদের মধ্য থেকে মাদক, সন্ত্রাস ও যানজটমুক্ত নগরী গড়তে প্রত্যয়ীকেই নির্বাচিত করবে বলে জানিয়েছেন সেই সব এলাকার সচেতন ভোটাররা।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!