নারায়ণগঞ্জবুধবার , ১৯ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

পাসপোর্ট দালাল চক্রের ১৬ সদস্য গ্রেফতার

Alokito Narayanganj24
অক্টোবর ১৯, ২০২২ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

ফতুল্লা প্রতিনিধিঃ ফতুল্লার শান্তিধারা এলাকা থেকে অভিযান চালিয়ে সংঘবদ্ধ পাসপোর্ট দালাল চক্রের ১৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু।

গ্রেফতাররা হলেন- আড়াইহাজারের চৌধুরী পাড়ার মৃত রাম চন্দ্র চক্রবর্তীর ছেলে সুমন চক্রবর্তী (৪৩), সোনারগাঁয়ের মৃত সুমন্ত রায়ের ছেলে দীপক রায় (৩৮), ফেনীর পশুরামের হাসান মজুমদারের ছেলে সাদ্দাম হোসেন মামুন (২৫), কুমিল্লার দাউদকান্দির আব্দুর রাজ্জাকের ছেলে কামাল হোসেন (৩৪), মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ির আবুল হোসেনের ছেলে আলমগীর হোসেন (৪৩), নারায়ণগঞ্জের ফতুল্লার মোহাম্মদ হোসেন পাটোয়ারীর ছেলে ইয়াসিম আরাফাত (৩২), লক্ষ্মীপুরের রায়পুরের কবির হোসেনের ছেলে ইয়াসিন রানা (২৬), শরীয়তপুরের পালং থানার খালেক সরদারের ছেলে আনোয়ার হোসেন (৩৫), সিদ্ধিরগঞ্জের জালকুড়ির হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান শান্ত (২৫),  ফতুল্লার কুতুবপুরের শহিদুল ইসলাম খোকনের ছেলে ইমরান হোসেন শান্ত (২০), কুতুবপুরের জালালউদ্দিনের ছেলে রবিউস সানি (২২), সিদ্ধিরগঞ্জের জালকুড়ির আব্দুল গফুরের ছেলে গোলাম রাব্বি (২৭), ফতুল্লার পশ্চিম শাহী মহল্লার সেকান্দার আলীর ছেলে রফিকুল ইসলাম (২৯), বন্দরের নবীগঞ্জের জামানের ছেলে সিফাত হাসান (২৯), সিদ্ধিরগঞ্জের মৌচাকের লিটন মিয়ার ছেলে রাব্বি সালাম লিমন (২৮) ও বন্দরের আলী নগরের আবুল হোসেনের ছেলে আল আমিন (৪০)।

এ সময় তাদের কাছ থেকে ১১৪টি পাসপোর্ট, বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪টি অবৈধ সিল, ৬৪টি স্ট্যাম্প জালিয়াতির কপি ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু জানান, এর আগেও চক্রের ২০-২১ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছিল এবং এ সংক্রান্ত একটি মামলা দায়েরও করা হয়েছিল। আমরা ক্রসচেক করে দেখবো। এরা এর আগে গ্রেফতারকৃত আসামি কিনা এবং তাদের নামে কোনো মামলা দায়ের করা আছে কিনা এগুলো যাচাই-বাছাই করে দেখবো।

তিনি আরও জানান, পাসপোর্টগুলো যদি জাল হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাসপোর্ট যদি সঠিক হয়ে থাকে তাহলে আদালতের অনুমতিক্রমে তারা এ পাসপোর্টগুলো বুঝে নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!