নারায়ণগঞ্জশুক্রবার , ১৬ নভেম্বর ২০১৮
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

বন্দরে এটুজেড স্কুলে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সম্পন্ন

Alokito Narayanganj24
নভেম্বর ১৬, ২০১৮ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়নগঞ্জ ২৪ ডট নেট : নারায়ণগঞ্জের বন্দর উপজেলাধীন রোস্তমপুর এটুজেড ইন্টারন্যাশনাল স্কুলের ৫ম শ্রেনীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এটুজেড ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি মোজাম্মেল হক মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানিজিং কমিটির সহ-সভাপতি হাজী মোঃ শাহজালাল ও পরিচালক মোহাম্মদ সাইফুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মকবুল হোসেন মেম্বার, মাদবর আলী, তরিকুল ইসলাম ও শিক্ষানুরাগী বিউটি বেগমসহ অভিভাবক প্রতিনিধি।

এটুজেড ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক মোহাম্মদ সাইফুল বারী বলেন, পরীক্ষা হলে প্রশ্নপত্র হাতে পেয়ে অস্থির নয়, ধীরে সুস্থে সঠিকভাবে উত্তর লিখতে হবে। ঘাবড়ালে চলবে না। তাছাড়া পরীক্ষা নিয়ে বাড়তি দুঃশ্চিন্তাও অসুস্থ করে তুলতে পারে। ফলে স্বাভাবিকভাবেই পরীক্ষার প্রস্তুতি নেয়া উচিত। পরীক্ষার্থীদের বিদায় সাফল্য কামনা করে নিজের এবং বিদ্যালয়ের ভাবমুর্তি উজ্জ্বল করার জন্য তাগিদও দেয়ার পাশাপাশি প্রতিটি ছাত্রকে ভাল ফলাফল করার নির্দেশনা দেন তিনি।

এটুজেড ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি মোজাম্মেল হক মোল্লা তার সংক্ষিপ্ত বক্তব্যে কোমলমতি বিদায়ী শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা নিয়ম-শৃঙ্খলা মেনে সুষ্ঠ ভাবে পরীক্ষায় অংশ নিবে, শিক্ষকদের কথা মেনে চলবে এবং শিক্ষা অর্জন করে পিতা-মাতার স্বপ্ন পূরণ করবে। তোমরাই দেশ ও জাতীর আগামী ভবিষ্যৎ।

পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!