নারায়ণগঞ্জবুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২০
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

রূপগঞ্জে ইজিবাইক চালককে হত্যার ২৪ দিন পর গ্রেপ্তার-৩

Alokito Narayanganj24
ফেব্রুয়ারি ৫, ২০২০ ১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মজর উদ্দিন (৪৫) নামে এক ইজিবাইক চালককে হত্যার ২৪ দিন পর তিন ঘাতককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকার বেরাইত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওই সময় গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাই হওয়া  ইজিবাইকটিও উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলো- পটুয়াখালী জেলার কাকড়াবুনিয়া থানা এলাকার সুলতান হাওলাদারের ছেলে মাসুম হাওলাদার (২৭), ঝালকাঠির সদর থানাধীন রামচন্দ্রপুর এলাকার মৃত মুন্সুর আলীর ছেলে মিলন মিয়া (৩৫) ও রূপগঞ্জ উপজেলার মৃত অয়নব আলীর ছেলে তারা মিয়া (৩৫)।

গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান  জানান, গোপন সংবাদে সোমবার দিবাগত রাতে ঢাকার বেরাইত এলাকায় অভিযান চালায় পুলিশ। এ অভিযানে ইজিবাইক চালক মজর উদ্দিন হত্যা মামলার তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্যে, নিহত ইজিবাইক চালক মজর উদ্দিন রূপগঞ্জ উপজেলার বাগবেড়-টিনর এলাকার আপতুর উদ্দিনের ছেলে। গত ১১ জানুয়ারি রূপগঞ্জের পূর্বাচল এলাকার একটি সবজি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছিল। ওই সময় ঘাতকরা তাকে হত্যা করে ইজিবাইটি ছিনতাই করে পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!