নারায়ণগঞ্জবুধবার , ২৭ ফেব্রুয়ারি ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

অতিথি শিক্ষার্থীদের কাছে পাগলা উচ্চ বিদ্যালয়ে অর্থ আদায়!!

alokitonarayanganj
ফেব্রুয়ারি ২৭, ২০১৯ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ ২৪ ডট নেট : চলমান এসএসসি পরীক্ষার মূল কেন্দ্র পাগলা উচ্চ বিদ্যালয়। আর পাগলা উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র করে শুরু হলো এসএসসি পরীক্ষার্থীদের নানা অভিযোগ। এবার পাগলা উচ্চ বিদ্যালয়ে নারায়ণগঞ্জের ৭টি স্কুলের ১৮০০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ পাগলা স্কুলের শিক্ষক ও ৪র্থ শ্রেনীর কর্মচারীরা মিলে পরীক্ষা চলাকালীন সময় শিক্ষার্থীদের নিকট থেকে টাকা তুলে আসছে গত ১২/০২/১৯ তারিখ থেকে। যার কারণে পরীক্ষায় বার বার বিঘ্ন ঘটছে। শিক্ষার্থীদের বলা হয়েছে সর্বনিম্ন ২০ টাকা থেকে যে যত পারো টাকা নিয়ে এসে কর্মচারীদের উপহার স্বরুপ দিবে এবং প্রতিদিন এসে ৫ মিনিটের মত সময় নষ্ট করে টাকা তুলছে শিক্ষার্থীদের কাছ থেকে। যার কারণে শিক্ষার্থীরা যথাযথ ব্যবস্থা নেবার জন্য অনুরোধ করেছে যাতে ভবিষ্যতে আর কোন শিক্ষার্থীদের পরীক্ষায় বিঘ্ন না ঘটিয়ে টাকা তোলা হয়।

এ ব্যাপারে সহকারী শিক্ষক জোবায়ের রহমান শুভ্রর নিকট জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছু জানি না আর স্কুল থেকে কোন টাকা তোলা হচ্ছে না।

কিন্তু শিক্ষক প্রতিনিধি রওশন আরা বেগম বলেন, আসলে পরীক্ষার সময় কর্মচারীরা এভাবে এসে পরীক্ষায় বিঘ্ন ঘটিয়ে টাকা তোলাটা অনিয়ম। আমি এর বিরোধীতা করি। আজও পরীক্ষার্থীদের নিকট থেকে টাকা তোলার জন্য এসেছে।

শিক্ষকরা কেনো এর প্রতিবাদ করে না বা প্রধান শিক্ষকের নিকট বলেন না এ ব্যাপারে প্রশ্ন করলে রওশন আরা বেগম বলেন, স্যার তো সব কিছুই জানেন এটাতো আর নতুন কিছু না।

৪র্থ শ্রেনীর কর্মচারী জলিলের নিকট জানতে চাইলে সে বলে আসলে আমরা এই বিষয়ে জানি না। সব স্যাররা আর সিনিয়ররা জানে।

পরীক্ষার্থীদের নিকট থেকে টাকা তোলার ব্যাপারে পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রোজেন্দ নাথ সরকার বলেন, আমি এই বিষয়ে এখনো পর্যন্ত কোন তথ্য পাইনি। যদি এমন কোন তথ্য পাই পরীক্ষার্থীদের নিকট থেকে কর্মচারীরা টাকা তুলে তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবো। আমার জানামতে ৪র্থ শ্রেনীর কর্মচারীরা পরীক্ষার্থীদের পানি খাওয়ানোর বিনিময়ে টাকা চাইতে পারে না।

১৮০০ জন পরীক্ষার্থীদের নিকট থেকে যদি সর্বনিম্ন ২০ টাকা করে তোলা হয় তাহলে প্রতি পরীক্ষায় টাকার পরিমান আসে ৩৬০০০টাকা। মোট ১০টি পরীক্ষায় তা গিয়ে দাড়ায় ৩ লাখ ৬০ হাজার টাকা কিন্তু অধিকাংশ শিক্ষার্থীরা ২০ টাকার বেশি করেই দিচ্ছে বলে জানায় অনেক শিক্ষার্থী।

এ বিষয়ে পাগলা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মাহবুবুর রহমান বাচ্চুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভাই এটা শুধু এ স্কুলেই না যতটি স্কুলে এসএসসির পরীক্ষা কেন্দ্র হয়েছে প্রতিটি স্কুলেই টাকা তুলছে ৪র্থ শ্রেনীর কর্মচারীরা। আগত শিক্ষার্থীদের পানি খাওয়ানোসহ অন্যান্য সেবার জন্য এ টাকাটা তুলছে ওরা।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!