নারায়ণগঞ্জরবিবার , ৪ অক্টোবর ২০২০
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

Alokito Narayanganj24
অক্টোবর ৪, ২০২০ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জঃনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অভিযান চালিয়ে আবাসিক গ্যাসের পাঁচ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৪ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার গির্দাসহ কয়েকটি এলাকায় এ অভিযান চালানো হয়।

আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেনের নেতৃত্বে জেলার রূপগঞ্জ উপজেলার তিতাস গ্যাস যাত্রামুড়া কার্যালয়ের একটি দল অভিযানটি পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত তিতাস কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালত গির্দা এলাকায় পাঁচ হাজার বাড়ির গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় গ্যাসের ২০০ ফুট অবৈধ সংযোগের পাইপ বিচ্ছিন্ন করা হয়।  অভিযানে আবাসিক গ্যাস সংযোগ অবৈধভাবে বাণিজ্যিক ব্যবহার করায় এক জনকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক শাখার উপ-ব্যবস্থাপক মেজবাউর রহমান, উপ-ব্যবস্থাপক হাসান আহমেদ, সহকারী ব্যবস্থাপক সরোয়ার হোসেন, জহিরুল ইসলাম, খইয়ুম ব্যাপারী, ফারুক হোসেন, ওয়াদুদ মিয়া, মো. আরিফ, সাইফুর রহমান, হাফিজসহ পুলিশ বাহিনীর সদস্যরা।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!