নারায়ণগঞ্জবৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

আড়াইহাজারে সহিংসতা: ঢাকার পাঁচতারা হোটেল থেকে গ্রেপ্তার ১০

Alokito Narayanganj24
নভেম্বর ২, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ সংবাদদাতা:আড়াইহাজারে মহাসড়কে নাশকতা, সহিংসতা ও পুলিশের তিন সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় ১০ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাবের দাবি, ‘রাজধানীর গুলশানের পাঁচ তারকা একটি হোটেল থেকে গ্রেপ্তার হওয়া এ ১০ ব্যক্তি হোটেলে অবস্থান করে আরও নাশকতা-সহিংসতার পরিকল্পনা করছিলেন।’

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জুয়েল আহম্মেদ (৫২), ইফসুফ আলী ভূঁইয়া (৬৯), মাসুম শিকারী (৪৫), হাবিবুর রহমান ওরফে সেলিম (৪৮), শফিউদ্দিন ভূঁইয়া (৫১), শফিউদ্দিন ভূঁইয়া (৪৮), মাসুকুল ইসলাম ওরফে রাজীব (৫৩), শাকিল মিয়া (৪০), আরমান মোল্লা (৪৬) ও হাবিবুর রহমান (৫৪)।

গত মঙ্গলবার আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়। এতে ৩ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।

আহত তিন পুলিশ সদস্য হলেন—পরিদর্শক হুমায়ুন কবির, সহকারী উপপরিদর্শক মো. মতিন ও কনস্টেবল মো. নুরুল। তাঁদের কুপিয়ে জখম ও পিটিয়ে আহত করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আড়াইহাজারের ঘটনার বিভিন্ন ফুটেজ, মামলার এজাহারসহ সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে ১০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

র‍্যাব বলছে, আড়াইহাজারের ঘটনার পর এই ১০ ব্যক্তি আত্মগোপনের জন্য রাজধানীর গুলশান এলাকার পাঁচ তারকা একটি হোটেলে ওঠেন। এই হোটেলে বসে তাঁরা আরও নাশকতা ও সহিংসতার পরিকল্পনা করছিলেন। তারা আগে বিভিন্ন সহিংসতা-নাশকতায় সরাসরি অংশগ্রহণ করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব কথা স্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!