নারায়ণগঞ্জবৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২০
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

রূপগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৯ লাখ টাকা ছিনতাই

Alokito Narayanganj24
জানুয়ারি ৯, ২০২০ ১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ৩৯ লাখ টাকা ও প্রাইভেট কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় প্রাইভেট কারের মধ্যে থাকা প্রতিষ্ঠানের ম্যানেজারসহ দুইজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাতমুখ বেঁধে নির্জন স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল আলম।

ম্যানেজার বাবুল জানান, বুধবার দুপুর ২টার দিকে তিনিসহ প্রতিষ্ঠানের কর্মচারী ফারুক ও চালক কাশেম, প্রাইভেট কারযোগে ভুলতাস্থ ডাচ বাংলা ব্যাংক থেকে ২৫ লাখ ও উত্তরা ব্যাংক থেকে ১৪ লাখ টাকাসহ মোট ৩৯ লাখ টাকা তোলে। এরপর প্রাইভেট কারটি দিয়ে তারা ডহরগাওয়ে প্রতিষ্ঠানের দিকে যাত্রা শুরু করেন। প্রাইভেট কারটি ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভারের পাশে আসার পর সাত থেকে আটজন যুবক তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় যুবকরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়।

তিনি আরও বলেন, যুবকরা প্রাইভেট কারে প্রবেশ করেই অস্ত্রের মুখে তিনিসহ কর্মচারী ফারুক ও চালক কাশেমকে জিম্মি করে অপর একটি গাড়িতে তুলে হাত ও মুখ বেঁধে ফেলে। তাদের এশিয়ান হাইওয়ে সড়কের বস্তুল এলাকার নির্জন স্থানে ফেলে রেখে ৩৯ লাখ টাকা ও প্রাইভেট কারটি ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বলেও জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!