নারায়ণগঞ্জবৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

রূপগঞ্জে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Alokito Narayanganj24
আগস্ট ২৪, ২০২৩ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

রূপগঞ্জ প্রতিনিধি:রূপগঞ্জে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ তিনটি বেকারীকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ছোনাবো ও হাটাবো এলাকায় অভিযান চালিয়ে চার কিলোমিটার এলাকার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান নুর।

অভিযানে জব্দ করা হয় অবৈধ সংযোগ দেয়ার কাজে ব্যবহৃত রেগুলেটর, বাল্ব, রাইজার ও বিপুল পরিমাণ পাইপ।

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের সোনারগাঁও অঞ্চলের ডিজিএম প্রকৌশলী সুরুজ আলম জানান, উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে আসছে তিতাস কর্তৃপক্ষ। কিন্তু বিচ্ছিন্ন করার কয়েকদিন পর পুনরায় আবার নতুন করে অবৈধ সংযোগ দিয়ে ফায়দা লুটছে একটি মহল। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে আমাদের অভিযান চলছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ছোনাবো ও হাটাবো এলাকায় তিনটি পয়েন্টে নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে অভিযান চালিয়ে তিন হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিনি আরও জানান, অবৈধভাবে সংযোগ দিয়ে গ্যাস ব্যবহারের অভিযোগে হাটাবো এলাকায় দুইটি ও ছোনাবো এলাকায় একটি বেকারীকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!