নারায়ণগঞ্জবৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

রূপগঞ্জে শিক্ষকের মরদেহ উদ্ধার, পরিবারের মামলা

Alokito Narayanganj24
আগস্ট ২৪, ২০২৩ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

রূপগঞ্জ প্রতিনিধিঃ পূর্বাচল থেকে বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে।

গত বুধবার রাতে নিহতের বাবা আবুল কালাম নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন বলে জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন জানান৷

ওইদিন সকালে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের নির্জন রাস্তার পাশ থেকে ৩৫ বছর বয়সী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ উদ্ধার করে পুলিশ৷

মামুন ওই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রভাষক ছিলেন৷ ফেনী জেলায় বাসিন্দা মামুন তার স্ত্রী মোরশেদা শারমিনকে নিয়ে ঢাকার দক্ষিণখানের কাওলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন৷ শারমিন স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করেন৷

জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবির বলেন, অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করা হয়েছে৷ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ৷

নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি জানিয়ে আবির হোসেন বলেন, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে।

নিহতের স্ত্রীর বড়ভাই মনির হোসেন জানান, গত মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন আব্দুল্লাহ আল মামুন৷ দুপুর ২টার দিকে স্ত্রীর সঙ্গে মামুনের সবশেষ কথা হয় মোবাইল ফোনে৷ এরপর থেকে ফোনের নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছিল৷ রাতে মামুন বাসায় না ফেরায় দক্ষিণখান থানায় একটি নিখোঁজের ডায়েরি করা হয়৷

তার ভগ্নিপতির সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না জানিয়ে রহস্যজনক এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান মনির হোসেন৷

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!