নারায়ণগঞ্জশুক্রবার , ৩১ মে ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

র‌্যাবের অভিযানে ৬৮০০ লিটার চোরাই পামওয়েলসহ গ্রেপ্তার ১১

alokitonarayanganj
মে ৩১, ২০১৯ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ : বন্দরে র‌্যাব-১১ আভিযান চালিয়ে ৬৮০০ লিটার চোরাই পাম ওয়েলসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে একরামপুর ইস্পাহানি বাজার এলাকার আকিজের ঘাটে অভিযান চালিয়ে ৩৪টি ড্রামে ৬,৮০০ লিটার চোরাই পাম ওয়েল ও ১১ জনকে গ্রেপ্তার করেন। এ সময় চোরাই কাজে ব্যবহৃত ১২টি খালি ড্রাম, ১টি ইঞ্জিন চালিত তেলের ট্রলার ও ১টি কাভার্ড ভ্যান উদ্ধার করেন র‌্যাব।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, চোরাই চক্রের সক্রিয় সদস্যরা হলেন, মো. রাজিব মিয়া (২৬), মো. মামুন মিয়া (৩৯), মো. শাহ আলম (৬০), আমির হোসেন রিপন (৩৯), আবুল কালাম মিজি (৫৫), সবুজ (২৪), মো. আলেক (২৯), মো. মোজাম্মেল (১৮), মো. স্বপন (২২), রমজান আলী (৪০) ও খোরশেদ আলম (৩৩)।

অভিযান চলাকালে, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত চোরাই চক্রের মূল হোতা মেসার্স রিফাত এন্টারপ্রাইজের মালিক আব্দুল বারেক মিয়া (৪৫) কৌশলে পালিয়ে যায়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে গেপ্তাররা বলেন মেসার্স রিফাত এন্টারপ্রাইজের মালিক আব্দুল বারেক মিয়া নির্দেশে আমরা পর¯পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে পামওয়েল সহ অন্যান্য ভোজ্য ও জ্বালানি তেল চোরাইভাবে কেনাবেচা করে আসছি। এই চোরাই পাম ওয়েল নারায়ণগঞ্জ সহ ঢাকার বিভিন্ন তেল ব্যবসায়ীদের কাছে সরবরাহ হতো।

ইস্পাহানি বাজার এলাকার আকিজের ঘাটে বেশ কয়েকটি চোরাই পাম ওয়েলের সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেট চলমান জাহাজ হতে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ পামওয়েল সহ অন্যান্য তেল চুরাই পথে আসছে। এই চোরাই চক্র পাম ওয়েলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে থাকে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!