নারায়ণগঞ্জবুধবার , ৭ অক্টোবর ২০২০
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

সিদ্ধিরগঞ্জেে মেহেদীর বিরুদ্বে এবার জমি আত্মসাতের অভিযোগ

Alokito Narayanganj24
অক্টোবর ৭, ২০২০ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃবৈধ ব্যবসার সাইনবোর্ডের অন্তরালে জ্বালানী চোরাই তেল কারবারে সক্রিয় সিদ্ধিরগঞ্জেের মেহেদীর বিরুদ্বে এবার জাল- জালিয়াতির মাধ্যমে অন্যের জমি আত্মসাতের অভিযোগ উঠেছ।একাধিক মামলা থাকার পরেও থেমে নেই মেহেদীর নানা অপরাধমুলক কর্মকান্ড।
তথ্য মতে,সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকার মৃত আফিরউদ্দিন মাতবরের ছেলে আনোয়ার হোসেন মেহেদী তার মালিকানাধীন মেসার্স মেহেদী এন্টারপ্রাইজের আড়ালে দীর্ঘদিন যাবত চোরাই তেলের ব্যবসা করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। সেই সাথে স্থানীয় প্রভাব খাটিয়ে জাল দলিলের মাধ্যমে বিভিন্ন মানুষের জায়গা জমি আত্মসাতের সাথেও জড়িত এই সিন্ডিকেট। আর একাধীক মামলাও রয়েছে মেহেদী বাহিনীর বিরুদ্ধে।
সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকার চিহ্নিত তেল চোর সিন্ডিকেটের প্রধাণ আনোয়ার হোসেন মেহেদীর জালিয়াতি আর প্রতারনায় অতিষ্ঠ সাধারণ মানুষ। বিভিন্ন জাল দলিল করে সাধারণ মানুষের জায়গা সম্পত্তি হাতিয়ে নিচ্ছে এই সিন্ডিকেট কিন্তু প্রভাবশারী মহলের ছত্রছায়ার কারনে থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। নারায়ণগঞ্জ আদালতে এদের বিরুদ্ধে একাধীক মামলা চলমান থাকলেও থেমে নেই মেহেদী বাহিনীর অপতৎপরতা। তাই এ প্রতারক চক্রকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে ভুক্তভোগী এলাকাবাসী।
গত ৯ জুলাই নারায়ণগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ভার্চুয়াল আদালতে আনোয়ার হোসেন মেহেদীর বিরুদ্ধে ৫ কোটি ৭০ লাখ টাকার একটি চেক জালিয়াতির মামলা দায়ের করেন নারায়ণগঞ্জের সদর থানাধীণ নয়ামাটি এলাকার মৃত আজহার মোল্লার পুত্র নজরুল ইসলাম। সিআর মামলা নং-৮২/২০২০ একই আদালতে মেহেদীসহ ১৩ জনের বিরুদ্ধে জাল দলিল করে সম্পত্তি আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন রাজধানী ঢাকার দিলকুশা বানিজ্যিক এলাকার অপ্সরা হোল্ডিং লিমিটেডের পক্ষে ক্ষমতাপ্রাপ্ত নারায়ণগঞ্জের বন্দর থানাধীণ মদনগঞ্জ এলাকার মো: ফিরোজের পুত্র এইচএম শাহীন। সিআর মামলা নং-১২৩/২০২০ এছাড়াও জালিয়াতি ও প্রতারনার অভিযোগে আরো একাধীক মামলা রয়েছে এই প্রতারক চক্রের বিরুদ্ধে। তাই এদর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন ভুক্তভোগীরা
নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!