নারায়ণগঞ্জবুধবার , ১৩ মে ২০২০
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

সিদ্ধিরগঞ্জে একই পরিবারের ৮ জন করোনায় আক্রান্ত

Alokito Narayanganj24
মে ১৩, ২০২০ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে একই পরিবারের ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আক্রান্তদের সবাই সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ডের সানারপাড় মোল্লা বাড়ীর বাসিন্দা।

এর আগে গত ৬ মে ওই পরিবারের এক পুরুষ মৃত্যুবরণ করেন। মৃত্যুর একদিন পর ওই ব্যাক্তির করোনা পজেটিভ রিপোর্ট আসে।

সিদ্ধিরগঞ্জ থানা ও আক্রান্তদের পরিবারের দেয়া তথ্য মতে জানা যায়, তাদের পরিবারের এক সদস্য গত কয়েকদিন আগে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে ওই ব্যক্তির করোনার নমুনা সংগ্রহ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। মৃত্যুর একদিন পর ওই ব্যক্তির রিপোর্ট আসে। সেখানে তার করোনা পজিটিভ আসে। পরবর্তীতে তাদের পরিবারের সবাই করোনার পরীক্ষা করান।

আজ বুধবার তাদের সবার পরীক্ষার রিপোর্ট আসে। সেখানে তাদের পরিবারের ৮ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ৩ ও ১১ বছরের দুজন শিশুও রয়েছে। বাকি ৬ জনের মধ্যে একজনের বয়স ২৭, একজনের ২৮, একজনের ৩২, দুইজনের ৩৫, একজনের ৩৮ বছর।  তবে তাদের সবাই সুস্থ আছেন বলে জানান আক্রন্তদের পরিবারের এক সদস্য। এছাড়া তাদের কোনো ধরনের উপসর্গও নেই। তারা সবাই বিগত কয়েকদিন ধরে বাড়িতেই আছেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানায়, আক্রান্তদের সবাই সুস্থ আছেন। আমরা সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ রাখছি। তাদের বাড়ি আমরা লকডাউন করেছি। বাড়ির সদস্যদের বাড়ির বাইরে আসতে নিষেধ করা হয়েছে। এছাড়া বাইরে থেকেও বাড়িতে কাউকে প্রবেশ করতে নিষেধ করেছি।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!