নারায়ণগঞ্জশনিবার , ১৫ ডিসেম্বর ২০১৮
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

নৌকা প্রতীক মানেই বাংলাদেশের উন্নয়ন : লিপি ওসমান

Alokito Narayanganj24
ডিসেম্বর ১৫, ২০১৮ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ ২৪ ডট নেট : নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি বলেছেন, উন্নয়নের ধারাকে ব্যাহত করতে একদল রাস্তায় নেমেছে। ৭১ সালেও ওরা স্বাধীনতার বিরুদ্ধে নেমেছিলো এবারো নেমেছে। শনিবার বিকেলে ফতুল্লা রেলষ্টেশন উকিল বাড়ির মোড়ের মালেক মাদবরের বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

লিপি ওসমান বলেন, নৌকা প্রতীক মানেই বাংলাদেশের উন্নয়ন। নৌকা প্রতীক মানেই ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের উন্নয়ন, নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়ন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। বিগত সময়ে আওয়ামীলীগ এই রাষ্ট্রের জন্য, আমাদের সন্তানদের জন্য কি করেছে তা এখন দৃশ্যমান।

তিনি বলেন, আমি নৌকা পক্ষে ভোট চাইতে আসিনি, আমি ভোটের দাবি নিয়ে এসেছি। যিনি বিগত সময়ে উন্নয়ন করেছেন, আমি তার জন্য দোয়া চাইতে এসেছি। লিপি ওসমান বলেন, শামীম ওসমান কাজ করতে গিয়ে বারবার জীবনের হুমকীর সম্মুখীন হয়েছে, অপ-প্রচারের শিকার হয়েছেন। বোমা হামলা হয়েছে। কিন্তু তারপরও এই মানুষটি উন্নয়ন থেকে সরে দাঁড়ায়নি। আপনারা আজ এখানে উপস্থিত হয়েছেন কেন? অবশ্য আপনারা এই সরকারের সময়ে ভালো কিছু পেয়েছেন। যদি আরও ভালো কিছু ভবিষ্যতে পেতে চান, তাহলে বর্তমান সরকারকে আপনারা নির্বাচিত করে পুনরায় ক্ষমতায় আনবেন। এটা আপনাদের দায়িত্ব বলে আমি মনে করি।

লিপি ওসমান বলেন, এই নারায়ণগঞ্জে এক সময় অভিশপ্ত একটি স্থান ছিল। সেটা হলো টানবাজার পতিতাপল্লী। সেখানে বিভিন্ন স্থানের মেয়েদের এনে বিক্রি করে দেয়া হতো। তারা মারা গেলে তাদের কেউ কবর দিতে দিতো না। পায়ে ইট বেঁধে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়া হতো। সেই অভিশাপ থেকে নারায়ণগঞ্জকে মুক্তি দিয়েছেন শামীম ওসমান।

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহমেদ লিটনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সানাউল্লাহ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মানিক চাঁন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন, সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা বিপু, মেহেদী হাসান শাহিন, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা বাবু প্রমুখ। অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সালমা ওসমান লিপিকে ফুলের নৌকা দিয়ে শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!